NYC Sightseeing Pass
Logo
logo

চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত ২২


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত ২২

চীনের হুবেই প্রদেশে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে একজন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি নিউজ জানিয়েছে। বিস্ফোরণে রেস্তোরাঁর আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে এবং সেখানে পার্ক করা গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।   

রাজধানী বেইজিং থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে অবস্থিত সানহেতে বুধবার সকাল ৮টায়  এই বিস্ফোরণ ঘটে। সিসিটিভি আরো জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইয়ানজিয়াও সানহেতে একটি ফ্রাইড চিকেন রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটেছে এবং বিস্ফোরণ গ্যাস লিক হওয়ার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

 

এর আগে ল্যাংফাং ফায়ার রেসকিউ ডিট্যাচমেন্ট এক বিবৃতিতে বলেছিল, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে দেখা যায়, রেস্তোঁরায় আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়ায় ভরে গেছে। এ ছাড়া ভিডিওতে  ধ্বংসপ্রাপ্ত ভবনের সম্মুখভাগ, অসংখ্য ক্ষতিগ্রস্ত গাড়ি এবং রাস্তার আশপাশে কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়।