NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

যে কারণে শিল্পী সমিতির সভাপতি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অনন্ত


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

যে কারণে শিল্পী সমিতির সভাপতি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অনন্ত

গুঞ্জন চলছে অনন্ত জলিল অংশ নিচ্ছেন বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে। এর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তারও তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর প্যানেল থেকে নির্বাচনের জন্য অনুরোধ করেছেন। তবে শেষ পর্যন্ত এই বিতর্কিত নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন অনন্ত জলিল।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ব্যবসা সামলাতে হয়। নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় নেই। যাদের হাতে সিনেমা নেই, তারাই নির্বাচন করে।

 

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিদায়ি সাধারণ সম্পাদক নিপুণ চেয়েছিলেন অনন্ত জলিলকে তাঁর প্যানেলে রাখতে।

কিন্তু অনন্ত জলিল এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

 

জলিল বলেন, ‘প্রযোজক খোরশেদ আলম খসরু, মোহাম্মদ হোসেনসহ নিপুণ ম্যাডাম আমাকে সভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছি না। কারণ আমি সেখানে সময় দিতে পারব না।

 

তিনি বলেন, ‘আমাকে ব্যবসায় সময় দিতে হয় প্রচুর। তার মধ্যেই সময় বের করে শুটিং করি সিনেমার। কিন্তু নির্বাচন করতে হলে তো সময় দিতে হবে। কারণ সময় না দিলে কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব না। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করেছি।

আমি তাদের বলেছি, চলচ্চিত্রকে ভালোবাসি, এখানকার মানুষদের ভালোবাসি। আমি সিনেমাপ্রেমী মানুষ হিসেবে আজীবন চেষ্টা করব সিনেমা এবং এই সেক্টরের মানুষের কল্যাণে কাজ করে যেতে।’

 

অনন্ত জলিল আরো জানান, শুধু শিল্পী সমিতি না, ব্যাবসায়িক সংগঠন বিজিএমই থেকেও তাঁর নমিনেশন কিনেছিলেন কয়েকজন। কিন্তু সেখানেও বলেছেন ওই নির্বাচন করবেন না। বলেন, ‘যেই নির্বাচনই করি না কেন, সেখানে সার্বক্ষণিক সময় দিতে হবে। আর সেই সময়টা আমার কাছে নেই।’

সম্প্রতি যমুনা ফিউচার পার্কে একটি শোরুমের ওপেনিংয়ে এসে এসব কথা বলেন অনন্ত জলিল। তিনি আরো বলেন, ‘নির্বাচনে জয়ী হওয়ার পর যে ক্ষমতাটা আসে সেই ক্ষমতায় দাঁড়িপাল্লার চেয়ে অপব্যবহারটা বেশি করা হয়, এ কারণে নির্বাচনে অনেকেই সমালোচিত হয় বলে আমি মনে করি।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীরা প্যানেল প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েছেন। মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।

অনন্ত জলিল অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। শুটিং চলমান এই নায়ক অভিনীত আরেক ছবি ‘অপারেশন জ্যাকপট’-এর।