NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো একজন। মার্কিন-মেক্সিকো সীমান্তে টহল দায়িত্বে নিযুক্ত একটি ন্যাশনাল গার্ড হেলিকপ্টারটি শুক্রবার (৮ মার্চ) টেক্সাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুই সেনা ও একজন মার্কিন বর্ডার টহল এজেন্ট নিহত হন এবং অন্য একজন সেনা আহত হন বলে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।

ইউএইচ-৭২ লাকোটা হেলিকপ্টারটি টেক্সাসের রিও গ্র্যান্ডে সিটির কাছে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।

এ ছাড়া বিধ্বস্তের কারণ তদন্তাধীন বলে মার্কিন সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। 

 

লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত মাসেও বেশ কিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মিসিসিপিতে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। এ ঘটনায় দুজন নিহত হন। এর আগে ১২ ফেব্রুয়ারি দুটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় আহত হন দুই পাইলট।
৬ ফেব্রুয়ারি ঝড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন পাঁচজন মার্কিন সেনা।