NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইনিংস ব্যবধানে জিতল ভারত


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৭:৩৬ পিএম

ইনিংস ব্যবধানে জিতল ভারত

জেমস অ্যান্ডারসনের ৭০০ উইকেটের চূড়া ছোঁয়া টেস্টটায় ইনিংস ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে। ধর্মশালায় ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড রবীচন্দ্রন অশ্বীনের ঘুর্ণিতে অলআউট হয়ে গেছে ১৯৫ রানে। তাতে ইনিংস ও ৬৪ রানে হার ইংলিশদের। অশ্বীন ৭৭ রানে নিয়েছেন ৫ উইকেট।

 

ইংল্যান্ড প্রথম প্রথম ইনিংসে ২১৮ রানে গুটিয়ে যাওয়ার পর ৪৭৭ রানের পাহাড় গড়ে ভারত। সেঞ্চুরি পান রোহিত শর্মা ও শুভমান গিল। ৬৯৮ উইকেট নিয়ে এই টেস্ট খেলতে নামা অ্যান্ডারসন ২ উইকেট নিয়ে প্রথম পেসার হিসেবে ও টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছোঁন। কিন্তু ব্যাটিংয়ে পিছিয়ে থাকা ইংলিশরা ইনিংস হারের বিপদ কাটাতে পারেননি।

 

 

সর্বোচ্চ ৮৪ রান করে শেষ উইকেট হিসেবে আউট হয়েছেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ জনি বেয়ারস্টোর, ৩৯। ১০৩ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। তাতেই তিনদিনের মধ্যে শেষ এই টেস্ট হারের শঙ্কার মধ্যে পড়ে তারা।

তা-ই হয়েছে। ভারত ৪-১ এই সিরিজ জিতল। প্রথম টেস্ট জেতার পর টানা চার ম্যাচে হার সফরকারীদের। শেষটা হলো ইনিংস ব্যাবধানের হারে।