পাকিস্তানের জাতীয় নির্বাচনে জনগণের রায় চুরির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গতকাল মঙ্গলবার দলটির নেতা আসাদ কায়সার এই ঘোষণা দেন। এদিকে শেহবাজ শরিফ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান।
পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, ‘আমরা সব রাজনৈতিক শক্তিকে একত্র করব এবং আইন ও সংবিধান মেনে আন্দোলন শুরু করব।