NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

বরিশাল নাকি কুমিল্লা, তামিম নাকি তাওহিদ


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

বরিশাল নাকি কুমিল্লা, তামিম নাকি তাওহিদ

'কুমিল্লা-বরিশাল যে-ই জিতুক, আমরা একটা জমজমাট ফাইনাল চাই'- কথাটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে স্টেডিয়ামে ঢোকার অপেক্ষায় থাকা এক দর্শকের। আলাদা করে এই কথাটাই কেন বললাম? এবার বিপিএলে গ্যালারিতে দর্শক উপস্থিতিতে সমানে সমানে টক্কর দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু ফাইনালে দর্শকদের মধ্যেও নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা থাকবে, বলার অপেক্ষা রাখে না। সেখানে এক দর্শকের নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ওপরের কথাটা একটু ব্যতিক্রমই লাগলো।

 

তাঁর যুক্তিটাও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। মাঠে-মাঠের বাইরে এবার বিতর্কহীন বিপিএল হয়েছে। টুর্নামেন্টটার ইতিহাস বলছে, এমন ঘটনা বেশ বিরল। তাই তাঁদের প্রত্যাশা একটা জমাট লড়াইয়ের।

যাতে ষোলকলা পূর্ণ হয়। ফাইনালের মহারণ শুরু হতে আরো দেড় ঘণ্টার বেশি সময় বাকি। ঘড়ির কাঁটায় নজর রাখতে বয়ে গেছে দর্শকদের। অনেক আগে থেকেই গ্যালারিতে উপস্থিতির দেখা মিলেছে।
কুমিল্লা-বরিশাল দুই দলের জার্সির রঙ অনেকটা কাছাকাছি।

 

সোনালি লাল আর কালচে লাল মিলে গ্যালারি ধীরে ধীরে লাল সমুদ্রে রুপ নিচ্ছে। ফাইনালের এই আবহের সঙ্গে অবশ্য কুমিল্লা বেশ পরিচিত। চারবার ফাইনাল তো আর এমনি এমনি খেলেনি বিপিএলের সবচেয়ে সফল দলটি। সবচেয়ে বড় কথা, একবারও খালি হাতে ফেরেনি কুমিল্লা।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি চারবার শিরোপা জিতেছে তারা। এবার তারা দাঁড়িয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের সামনে।

 

কুমিল্লার তুলনায় এখানে একটু 'নবীন' বরিশাল। এখনো শিরোপা জেতার সৌভাগ্য হয়নি তাদের। বিপিএলের অষ্টম আসরে কুমিল্লার কাছে এক রানে হারে স্বপ্নভঙ্গ হয়েছিল দলটির। সেই যন্ত্রনা সবচেয়ে বেশি পেয়েছিলেন বোধ হয় তাওহিদ হৃদয়। শেষ ওভারে বরিশালের লঞ্চ তীরে ভেড়াতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ভাগ্যের কী পরিহাস! এবার উল্টো বরিশালের শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন এই তরুণ আক্রমণাত্মক-ব্যাটার। সিলেট স্ট্রাইকার্স থেকে এই মৌসুমে কুমিল্লায় খেলছেন তাওহিদ।

১৩ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৪৭ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাঁর ওপরে আছেন শুধু বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১৪ ম্যাচে এখন পর্যন্ত ৪৫৩ রান করেছেন তিনি। আজ তাওহিদের ব্যাটের জবাব দিতে তামিমের দিকেই বেশি তাকিয়ে থাকবে বরিশাল। দেখা যাক, শেষ পর্যন্ত লড়াইটা কে জেতে, তামিম নাকি তাওহিদ; বরিশাল নাকি কুমিল্লা।