NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

পঙ্কজ উদাসকে নিয়ে যা বললেন রুনা লায়লা


খবর   প্রকাশিত:  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:৩০ এএম

পঙ্কজ উদাসকে নিয়ে যা বললেন রুনা লায়লা

ভারতীয় গজলশিল্পী পঙ্কজ উদাস গতকাল মারা গেছেন। ৭২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।

এরইমধ্যে তার লাশ মুম্বাইয়ের বাস ভবনে আনা হয়েছে। 

 

তিনি গণমাধ্যমকে বলেন, ‘অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গায়ক পঙ্কজ উদাস। অবিস্মরণীয় কণ্ঠের অধিকারী একজন শিল্পী। এত ট্যালেন্টেড গজলশিল্পী চলে গেলেন, আমাদের বড় ক্ষতি হয়ে গেল।

খবরটি শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। তাঁর আবেগপূর্ণ গায়কি শোনামাত্রই শ্রোতার অন্তর জুড়িয়ে যেত। এ গুণীর গাওয়া ‘কত স্বপ্ন দেখিছি’, ‘তোমার চোখেতে ধরা পড়ে গেছে’সহ অসংখ্য বাংলা গান এখনও শ্রোতাদের মুখে ফেরে। তিনি যে কাজগুলো রেখে গেছেন, তা সারাজীবন থাকবে।

 

স্মৃতিচারণ করে রুনা লায়লা বলেন, ‘মিউজিক ইন্ডাস্ট্রিতে এ রকম নক্ষত্র খুবই কম। একবার ঢাকায় এসেছিলেন গুণী এই শিল্পী। ইন্ডিয়ান হাইকমিশনারের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল তাঁর ঢাকা আসার উপলক্ষ। আমাকে ফোন করা হলো। ফোনের অপর প্রান্ত থেকে বলা হলো, পঙ্কজ উদাস আমার সঙ্গে দেখা করতে চান।

এমন আমন্ত্রণ পেয়ে ছুটে গেলাম সেখানে। অনেক কথা হয়েছে। নানা সুরের গান শুনলাম। আনন্দ আড্ডায় কেটেছিল কিছু সময়। বললেন আমার গানের দারুণ ভক্ত তিনি। পঙ্কজ উদাসের সঙ্গে আমার যে খুব সখ্য ছিল তা কিন্তু নয়। নানা অনুষ্ঠানে দেখা হয়েছে। কিন্তু বেশি কথাবার্তা হয়নি। তাঁর সঙ্গে যতটুকু মিশেছি তাতে বুঝেছি, অসাধারণ একজন মানুষ তিনি।’

 

কিংবদন্তি এই শিল্পীর কথায়, ‘পঙ্কজ উদাস ছিলেন অমায়িক, নিরহংকার। হাসতে হাসতে কথা বলতেন। কোনো দিন তাঁকে গোমড়া মুখে দেখিনি। সেই দিনের কথা এখনও মনে পড়ে।

পঙ্কজ উদাস এমন একটি নাম সংগীতজগতে, যে নামের সঙ্গে একটি অধ্যায় জড়িত। গজলকে একটা ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়ে গেছেন। তাঁর মৃত্যুর সঙ্গে সেই অধ্যায়ের সমাপ্তি হলো। আমাদের গানের গুণীরা একের পর এক চলে যাচ্ছেন। পঙ্কজ উদাসও চলে গেলেন। সৃষ্টিকর্তা তাঁকে পরপারে শান্তিতে রাখুক– এ দোয়াই চাইছি।’