২০২১ সালে মুক্তি পায় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ছবি ‘ডিউন’। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নেয় ছবিটি। এর পর থেকে ছবিটির সিক্যুয়েল দেখতে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। সুখবর হলো, এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
খবর প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১৫ এএম
২০২১ সালে মুক্তি পায় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ছবি ‘ডিউন’। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নেয় ছবিটি। এর পর থেকে ছবিটির সিক্যুয়েল দেখতে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। সুখবর হলো, এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
উল্লেখ্য, ফ্রাংক হার্বার্টের ১৯৬৫ সালের দুই খণ্ডের উপন্যাস ডিউনের দ্বিতীয় খণ্ডের ওপরে নির্মিত হয়েছে। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এ ছবিতে টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, জেন্ডায়া, শার্লট র্যম্পলিং এবং জাভিয়ের বারডেম আগের ছবির মতোই তাদের নিজ নিজ ভূমিকায় রয়েছেন।