NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

আমেরিকায় সড়ক দু র্ঘ ট না য় প্রাণ গেলো সিলেটি বাবা-মেয়ের


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ০৭:০৪ পিএম

আমেরিকায় সড়ক দু র্ঘ ট না য় প্রাণ গেলো সিলেটি বাবা-মেয়ের

যুক্তরাষ্ট্রের মিশিগানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সিলেটের এক ব্যবসায়ী ও তার মেয়ে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

 


দুর্ঘটনায় নিহতরা হলেন-  সিলেট মহানগরের পৌরবিপনী মার্কেটের ‘কাঁচ ঘর’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) এবং সাজুর মেয়ে মমো জাহাঙ্গীর। এছাড়া সাজুর ছেলে তামিম জাহাঙ্গীর এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

 


দুজনের মৃত্যু বিষয় সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন ‘কাঁচ ঘর’র ম্যানেজার অর্জুন ঢালি। 

 

 

 

তিনি জানান- প্রায় ৩ বছর আগে সাজু পরিবার নিয়ে আমেরিকায় গেছেন। সে দেশের নাগারিত্ব পেয়েছেন তারা। তারা মিশিগানে থাকতেন। একটি কাজে ছেলে-মেয়েকে নিয়ে গাড়ি করে বের হলে বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। 

 

 

 


লাশ দুটি দেশে নিয়ে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্জুন ঢালি।