NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

রুশ বাহিনী দিল্লির অনুরোধে ভারতীয় কর্মীদের অব্যাহতি দিচ্ছে


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম

রুশ বাহিনী দিল্লির অনুরোধে ভারতীয় কর্মীদের অব্যাহতি দিচ্ছে

ভারতের দাবির প্রেক্ষিতে রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশ কয়েকজন ভারতীয় সহায়ককর্মীদের অব্যাহতি দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এ তথ্য জানিয়েছে। মন্ত্রণারয় জানিয়েছে, ‘ভারত সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসেবে রুশ সেনাবাহিনীতে কাজ করা সকল নিরাপত্তা সহায়কদের অব্যাহতি দেওয়ার ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে দেনদরবার চালিয়ে যাবে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন ভারতীয় রুশ সামরিক বাহিনীতে সুরক্ষা সহায়ক হিসেবে কাজ করছেন এবং তারা ইউক্রেনের সঙ্গে সীমান্তে নির্দিষ্ট কিছু অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে লড়াই করতে বাধ্য হয়েছিল।

 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংবাদমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়রা অব্যাহতি চাইছেন। এ ধরনের সকল ঘটনা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মস্কোর ভারতীয় দূতাবাস গুরুত্বসহকারে রুশ কর্তৃপক্ষের নিকট বিষয়গুলো তুলে ধরেছে এবং দিল্লিতে অবস্থানরত রুশ দূতাবাসকেও বিষয়গুলো অবহিত করা হয়েছে। 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জেসোয়াল বলেন, ‘এই প্রক্রিয়ায় বেশ কিছু ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন।

দিল্লি এবং মস্কো এ ক্ষেত্রে একত্রে কাজ করছে এবং ইউক্রেনের সংঘাতপ্রবণ অঞ্চলগুলো থেকে ভারতীয় সহায়ক কর্মীদের দূরে রাখতে রাশিয়াকে অনুরোধও জানানো হয়েছে। আমরা সকল ভারতীয়কে সংঘাতপ্রবণ অঞ্চলগুলো থেকে দূরে থাকার অনুরোধ জানাই।’ 

 

এর আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয়দের উদ্ধারের জন্য মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে (এমইএ) অনুরোধ করেছিলেন।