NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

রাঁচি টেস্ট রুটের পর বশির, কোহলি-গাভাস্কারের পাশে জয়সওয়াল


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

রাঁচি টেস্ট রুটের পর বশির, কোহলি-গাভাস্কারের পাশে জয়সওয়াল

ব্যাটের চওড়া হাসি চলছেই যশস্বী জয়সওয়ালের। টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি করার পর এবার অবশ্য তিন অঙ্কের জাদুকরী স্কোর ছুঁতে পারেননি তিনি। তবে ইংলিশ বোলারদের বিপক্ষে রাঁচিতে অনেকটা একাই লড়াই করেছেন ২২ বছরের এই তরুণ। ৭৩ রানের হাফসেঞ্চুরির করার পথে চলতি সিরিজে ৬০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।

 

 

টেস্টের এক সিরিজে রানের এই কীর্তিতে সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, দিলীপ সরদেশাইয়ের মতো কিংবদন্তিদের পাশে বসলেন জওসওয়াল। এঁদের মধ্যে গাভাস্কার, কোহলি ও দ্রাবিড় এক সিরিজে ৬০০ বা তার বেশি রান করেছেন দুইবার। 

জয়সওয়ালের লড়াকু হাফসেঞ্চুরির জন্যই খানিকটা ভদ্রস্ত চেহারা পেয়েছে ভারতের স্কোর। দ্বিতীয় দিনের খেলা শেষ করার সময় স্বাগতিকদের স্কোর ছিল ৭ উইকেটে ২১৯ রান।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখন ভারত পিছিয়ে আছে ১৩৪ রানে। এর আগে জো রুটের অপরাজিত ১২২ রানের কার্যকর সেঞ্চুরিতে ৩৫৩ রানে প্রথম ইনিংস শেষ হয় ইংল্যান্ডের।

 

৭ উইকেটে ৩০২ রান নিয়ে আজ আর ১৪.৫ ওভার ব্যাটিং করে অল আউট হয় ইংল্যান্ড। অলি রবিনসন (৫৮ রান) দীর্ঘ সময় রুটকে সঙ্গ দিলেও শেষ দুই ব্যাটারের কেউই পারেননি রানের খাতা খুলতে।

অন্য প্রান্তে দারুণ আস্থায় খেলা রুট সঙ্গী পেলে ইংল্যান্ডের ইনিংসটা আরেকটু  বড় হতে পারত! ইংল্যান্ডের আজকের হারানো তিনটি উইকেটসহ সব মিলিয়ে ৪ উইকেটে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। 

 

ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান বর্ষীয়ান জেমস অ্যান্ডারসন। টেস্টে চল্লিশোর্ধ্ব এই পেসারের উইকেট সংখ্যা এখন ৬৯৭। এরপর শুভমান গিলের সঙ্গে জয়সওয়ালের ৮২ রানের জুটি গড়ে উঠলে শুরুর ধাক্কা সামলে ওঠে ভারত। কিন্তু গিলকে (৩৮ রান) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে জুটিটা ভাঙার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন।

দুই স্পিনার শোয়েব বশির ও টম হার্টলি মিলে ধস নামান ভারতীয় ইনিংসে। 

 

১৭৭ রানে তারা হারায় সপ্তম উইকেট। উইকেটে থিতু হয়ে এবার সেঞ্চুরির আগে ফেরেন জয়সওয়ালও। তবে শেষ বিকেলে অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ধ্রুব জুরেল (৩০) এবং কুলদীপ যাদবের ৪২ রানের জুটিতে ২০০ পেরোয় ভারতের স্কোর। ৮৪ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার শোয়েব বশির। বাঁহাতি স্পিনার হার্টলির শিকার ২।