NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

স্পেনে বহুতল ভবনে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ ১৫


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

স্পেনে বহুতল ভবনে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ ১৫

স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আগুন লাগার পর প্রায় ২৪ ঘণ্টা পার হলেও কিভাবে এর সূত্রপাত হয়েছিল তার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে ভবনের চতুর্থ তলার একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগে। শহরের পশ্চিম দিকে ক্যাম্পনারের ১৪ তলা অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দা ও প্রতিবেশীরা সবাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন, যা কয়েক ঘণ্টার মধ্যে পুরো ব্লকটিকে ধ্বংস করেছে।

 

অনেক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন, ভ্যালেন্সিয়ায় এদিন বিকেলে ঝোড়ো হাওয়া বইছিল। স্প্যানিশ আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, বন্দরশহরটিতে সেই সময় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আগুন ভয়ংকর রূপ নেওয়ার পেছনে এটি একটি কারণ হতে পারে।

অন্যদিকে বিশেষজ্ঞরা আগুনের দ্রুত বিস্তারের পেছনে ভবনের বাইরের অংশে দাহ্য ক্ল্যাডিং উপকরণ ব্যবহারকে দায়ী করেছেন, যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। ভবনটি এখনো খুব গরম। দমকলকর্মীরা নিচের তলায় প্রবেশ করতে সক্ষম হয়েছেন এবং নিখোঁজদের সন্ধান শুরু করেছেন। অগ্নিকাণ্ডের পর এখনো ১৫ জন নিখোঁজ রয়েছে।

 

অগ্নিকাণ্ডের পর শহরে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে স্পেনের প্রধানমন্ত্রী উদ্ধার অভিযান, আগুনের কারণ সম্পর্কে তদন্তের এবং ক্ষতিগ্রস্তদের জন্য রাষ্ট্রের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন 

এ ছাড়া ভ্যালেন্সিয়ার আর্চবিশপ এনরিক বেনাভেন্ট ভিদালের কাছে পাঠানো একটি টেলিগ্রাম বার্তা অনুসারে, পোপ ফ্রান্সিস ভ্যালেন্সিয়ার আগুনের খবর ‘ঘনিষ্ঠভাবে অনুসরণ করছেন’। ভ্যাটিকান নিউজ এক প্রতিবেদনে বলেছে, পোপ ভ্যালেন্সিয়ার জনগণ এবং ক্ষতিগ্রস্ত সব পরিবারের জন্য প্রার্থনা করছেন।