NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

মাহফুজের ব্রোঞ্জ, পদকহীন ইমরান


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

মাহফুজের ব্রোঞ্জ, পদকহীন ইমরান

তেহরানে এবারের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে বাংলাদেশীরা আলাদা মনোযোগ পেয়েছেন। কারণ আসরের দ্রম্নততম মানব এই দেশটির। এশিয়ান পর্যায়ে বাংলাদেশের অ্যাথলেটদের জন্য যা অভূতপূর্ব ঘটনা। প্রত্যাশার সেই জায়গা থেকে ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হানের রম্নপা জয় লাল-সবুজকে আরও উজ্জ্বলতা দিয়েছে।

সেই পথ ধরে গতকাল হাই জাম্পেও ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমানও। কিন্তু হায়, যাঁর থেকে এ সবকিছুর শুরম্ন, সেই ইমরানুর রহমানই যে তেহরানের এবারের আসর থেকে শূন্য হাতে ফিরছেন।
মুকুট ধরে রাখার লড়্গ্য নিয়ে গিয়ে চতুর্থ হয়েছেন এই স্প্রিন্টার। মাহফুজ গত দড়্গিণ এশীয় গেমসে রম্নপা জিতেছিলেন।
সেখানে ২.১৬ মিটার লাফিয়েছিলেন তিনি। তেহরানে ততটাও প্রয়োজন পড়েনি। ২.১৫ মিটার পেরিয়ে ২.১৯ চেষ্টা করেছিলেন। সেটি পারেননি।
শেষ পর্যন্ত্ম ২.১৫-য়েই পদক নিশ্চিত হয়েছে তাঁর। ইমরান কাজাখসত্মানে ৬.৫৯ সেকেন্ডে দৌড়ে জিতেছিলেন সোনা। তেহরানে সেই টাইমিং ছুঁতে পারেননি তিনি। পারলে হয়তো বা সোনা না হলেও একটা পদক মিলত। ইমরান এদিন সময় নিয়েছেন ৬. ৬৭ সেকেন্ড।
৬.৫২ সেকেন্ড সময় নিয়ে ওমানের আলি আনোয়ার আলি আল বালুশি হয়েছেন আসরের নতুন দ্রম্নততম মানব। দ্বিতীয় হওয়া জাপানের সুহেই তাদা সময় নিয়েছেন ৬.৫৬ সেকেন্ড। ৬.৬৬ সেকেন্ডে ব্রোঞ্জ দড়্গিণ কোরিয়ার জো কুম রায়োংয়ের।  ৭ জন অ্যাথলেটের মাঝে চতুর্থ হয়েছেন ইমরান। মাঝামাঝি অবস্থায় থাকায় দৌড়ের সময় বা শেষেও গতবারের দ্রম্নততম মানব যেভাবে ক্যামেরার ফোকাসের বাইরে চলে গিয়েছিলেন, সেভাবেই ফিরতে হচ্ছে তাঁকে। 
শুরম্নটা তাঁর প্রত্যাশামতো হয়নি, বাকি সময়েও সেই ব্যবধানটা কমাতে পারেননি তিনি। এশিয়ান ইনডোরের প্রস্তুতির মাঝেই ইমরান এ মাসেই ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে অংশ নিয়েছেন। এর আগের সময়টায়ও মূলত আউটডোর স্প্রিন্ট নিয়েই ব্যসত্মতা ছিল তাঁর। ৬০ মিটারে শেষ পর্যন্ত্ম মিলল হতাশা। মাহফুজকে নিয়ে সেই প্রত্যাশা ছিল না। কিন্তু তিনিই বড় সাফল্য নিয়ে ফিরছেন।