NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

জয়ের আনন্দ রুপ নেয় বিষাদে


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম

জয়ের আনন্দ রুপ নেয় বিষাদে

আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলা আমেরিকান (ন্যাশনাল) ফুটবল লিগের ফাইনাল, যেটি কিনা ‘সুপার বোল’ হিসেবে খ্যাত, এবারের ক্যানসাস সিটি চিফস ও সান ফ্রান্সিসকো ফোরটিনাইনারসের সেই ফাইনাল দেখেছে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমান দর্শক। বলা হচ্ছে, ১৯৬৯ সালে চাঁদে অবতরনের দৃশ্যের পর এটিই সবচেয়ে বেশি আমেরিকান টিভিতে দেখে। ২৫-২২ ব্যবধানে ক্যানসাস সিটি সেই ফাইনাল জিতে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সেই শহরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। 

কিন্তু গতকাল সেই বিজয় শোভাযাত্রার মাঝেই ঘটেছে গুলির ঘটনা, যাতে ১ জন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন।

আনন্দে মেতে থাকা হাজারো সমবেত লোকের মাঝে হঠাতই গুলির ঘটনায় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যানসাস সিটি মেয়রও সেখানে ছিলেন। আত্মরক্ষার্থে আর সবার মত তাঁকে দৌড়াতে হয়েছে নিরাপদ আশ্রয়ের জন্য। গুলির ঘটনার সময় ক্যানসাস সিটির খেলোয়াড়ররাও মঞ্চে ছিলেন।
ক্যানসাস সিটির পুলিশ অবশ্য মনে করছে এটি পরিকল্পিত কোন সন্ত্রাসী হামলা নয়। ভীড়ের মধ্যেই কথা কাটাকাটির একটা সময়ে গুলির ঘটনা ঘটে। তিনজনকে এর মধ্যে গ্রেফতারও করা হয়েছে।

 

পুলিশ নিহত ও আহতদের নাম প্রকাশ করেনি।

তবে স্থানীয় একটি রেডিও স্টেশন থেকে জানানো হয়েছে তাদের একজন ডিজে লিসা লোপেজ গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, মৃত্যুর আশঙ্কা ছিল এমন আটজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। ৯ জন শিশু আছে আহতদের মধ্যে, তবে তাদের কারও আঘাত গুরুতর নয়।