NYC Sightseeing Pass
Logo
logo

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সোনার পোশাক


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৫৩ পিএম

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সোনার পোশাক

ভ্যালেন্টাইনস ডে উদযাপনে কুয়েতি এক জুয়েলার্স খাঁটি সোনা দিয়ে পোশাক তৈরি করেছে। দোকানের মালিক আবু ইউসুফ তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনার তৈরি সেই পোশাকের ভিডিও প্রকাশ করেছন। 

আবু ইউসুফ পোশাকটির মূল্য ৪৮ হাজার (প্রায় এক কোটি ৬৬ লাখ) কুয়েতি দিনার বলে জানান। ক্রেতাদের জন্য একটি বাক্স, ফুল এবং সুন্দর প্যাকেজিংয়ের সেবা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

তবে ভিডিওতে ইউসুফ পুরো পোশাকটি দেখাননি শুধু ওপরের অংশটি দেখিয়েছেন। 

 

এদিকে ভিডিওটি প্রকাশ হওয়ার পর কুয়েত এবং আরব বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঝড়ে উঠেছে। কেউ কেউ বলেছেন, উপহার দেওয়ার এই আইডিয়াটি দারুণ আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, ভ্যালেন্টাইনস ডের জন্য আসলেই কি দামি উপহারের প্রয়োজন আছে। কেউ কেউ আবার অতিরিক্ত মূল্য নিয়েও সমালোচনা করেছেন।

 

সোনার পোশাকের জন্য আবেদন থাকা সত্ত্বেও  এখনো কোনো ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। ২০২১ সালে প্রথম এ ধরনের পোশাক তৈরি শুরু হয়। স্বর্ণ ও গহনা বিশেষজ্ঞরা বলছেন, কুয়েতি নারীদের জন্য সোনার পোশাক নতুন ধরনের বিলাসি পণ্য বা ফ্যাশন হতে পারে। এর পক্ষে তারা যুক্তি দেখিয়েছেন, চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই জাতীয় বিলাসবহুল পোশাকে নিরাপদে বিনিয়োগ করা যেতে পারে।