পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে তৎপরতা শুরু করেছে প্রধান দলগুলো। এর মধ্যে পাকিস্তান মুসলিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ জোট সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান গহর আলী খানও জোট সরকার গঠনের কথা জানিয়েছেন। তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেছেন, জোট গঠন নিয়ে কারো সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি তাঁর দলের।