NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টেও নেই কোহলি, ছিটকে গেলেন আয়ারও


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টেও নেই কোহলি, ছিটকে গেলেন আয়ারও

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজেই খেলা হচ্ছে না বিরাট কোহলির। ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ না খেলা কোহলি, সিরিজের বাকি তিন টেস্টও খেলতে না চাওয়ার কথা জানিয়েছেন। আর চোটের কারণে বাকি তিন ম্যাচ খেলা হচ্ছে না শ্রেয়াস আয়ারের। ছিটকে গেছেন এই ব্যাটার।

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।

 

চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। চোট কাটিয়ে দুজনই ফিরেছেন। তৃতীয় টেস্ট খেলতে পারবেন কিনা তা মেডিক্যাল রিপোর্টের সবশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ। আজ বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল।

 

সম্প্রতি ইংল্যান্ড লায়নসের বিপক্ষে ভারত 'এ' দলের হয়ে তিন ম্যাচ সিরিজে নজর কাড়েন আকাশ দীপ। ১৮.৭২ গড়ে তাঁর শিকার ১১ উইকেট।

এছাড়া তিন টেস্টের দলে আছেন তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং মুকেশ কুমার।

 

পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতায়। ১৫ ফেব্রুয়ারি রাজকোর্টে শুরু হবে তৃতীয় টেস্ট। এরপর চতুর্থ টেস্ট রানচিতে শুরু ২৩ ফেব্রুয়ারি এবং পঞ্চম টেস্ট হবে ধর্মশালায়, শুরু ৭ মার্চ।