NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

গহনার সঙ্গে স্মৃতি লুকানো থাকে : অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৩২ এএম

গহনার সঙ্গে স্মৃতি লুকানো থাকে : অপু বিশ্বাস

চলছে জাঁকজমকপূর্ণ বাজুস মেলা। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলার প্রথম দিন বিকেল ৩ টায় ‘সেলিব্রিটিদের লাইফ স্টাইলে গহনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে হাজির ছিলেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় ও বর্ষীয়ান সব তারকা। সেমিনারে হাজির ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাসও।

সেখানেই গহনা নিয়ে নিজের ভাবনা ও স্মৃতিচারণ করেন অপু বিশ্বাস জানান, গহনা মেয়েদের জীবনের একটা সংরক্ষিত সম্পদ।

 

সেমিনারে অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘গহনা আমাদের মেয়েদের জীবনের সম্পদ। আমি আমার ব্যক্তিজীবনে গহনা সংগ্রহ করতে দেখেছি আমার মাকে। কোনো একটা বড় বিপদে আমি সেই গহনা গুলো কাজে লাগাতে পেরেছি।

গহনা মেয়েদের জীবনের একটা সংরক্ষিত সম্পদ।’ 

 

স্বর্ণকে সঞ্চয় হিসেবে উল্লেখ করে অপু বলেন, ‘গ্রামে যারা এখনো ব্যাংকিং বুঝে না তারা কিন্তু একটা ডিপোজিট বুঝে, সেটা হলো গহনা। গহনার সঙ্গে অনেক স্মৃতি লুকানো থাকে। আমার মা নেই তিন বছর।

আমি কিন্তু কোনো প্রোগ্রাম বা সিনেমা কেন্দ্রীক কোনো ওপেনিংয়ে গেলে আমার মায়ের গহনা পরে যাই। আমার মনে হয় আমার মায়ের আশীর্বাদ আছে আমার সঙ্গে।’

 

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ‘বাজুস ফেয়ার-২০২৪’ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য-নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে।

মেলার প্রথম দিন বিকেল ৩ টায় ‘সেলিব্রিটিদের লাইফ স্টাইলে গহনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন, অপু বিশ্বাস, তমা মির্জা, সোহানা সাবা, সাবরিনা সুলতানা কেয়া, পিয়া জান্নাতুল, বিদ্যা সিনহা মিম, কোনাল, আশনা হাবিব ভাবনা, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।

 

এবার বাজুস ফেয়ারে ৯টি প্যাভিলিয়ন, ১৭টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।