সনাত্ জয়াসুরিয়াকে পেছনে ফেলে শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বীরেন্দর শেবাগ এবং গ্লেন ম্যাক্সওয়েলদের পাশে বসলেন পাথুম নিশাঙ্কা। নাম লেখালেন ওয়ানডের ডাবলসেঞ্চুরিয়ানদের অভিজাত ক্লাবে। দশম ক্রিকেটার হিসাবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কার এই ব্যাটার।
মোট ১২জন ক্রিকেটার এই কীর্তি গড়েছেন।