NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

নিউইয়র্কে দুই ঈদের ছুটি ঘোষণার বিলে ৩৮ সিনেটর-অ্যাসেম্বলি সদস্যের স্বাক্ষর


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:১৭ এএম

নিউইয়র্কে দুই ঈদের ছুটি ঘোষণার বিলে ৩৮ সিনেটর-অ্যাসেম্বলি সদস্যের স্বাক্ষর

দীর্ঘদিন দাবি তোলার পর নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে হালাল ফুড সরবরাহ এবং ঈদের ছুটির দাবি বাস্তবায়নের পর এবার বড়দিনের মতো দুই ঈদের (পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা) দিনকে নিউইয়র্ক রাজ্যে সাধারণ ছুটি ঘোষণার দাবি উঠেছে। চলমান এই আন্দোলনের সমর্থনে রাজ্য সিনেট ও অ্যাসেম্বলি হাউজের ৩৮ জন সদস্য প্রস্তাবিত বিলে স্বাক্ষর করেছেন। এদিকে গত ৫ ফেব্রুয়ারি সোমবার রাজধানী আলবেনির পার্লামেন্ট ভবনে আয়োজিত ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে সমাবেশে হয়েছে। এতে স্টেট সিনেট ও অ্যাসেম্বলির সদস্যরা অংশ নেন এবং মুসলিম কমিউনিটির এই দাবির প্রতি সমর্থন জানান। খবর ইউএনএ’র।

সংশ্লিষ্টরা জানান, গত ২ ফেব্রুয়ারি উত্থাপিত ঈদ বিলের কো-স্পন্সর হিসেবে ১২জন রাজ্য সিনেটর (বিল নং এস৬১৭৯) এবং ২৬জন অ্যাসেম্বলি সদস্য (বিল নং এ৩০৬৮) ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন। দুই ঈদের ছুটির দাবিতে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা ‘স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা এ উদ্দিন জানান, আলবেনি পার্লামেন্ট ভবনে অপরাপর নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংগঠনের কর্মীরা লবিং করেছে। এসময় অনেক সিনেটর ও অ্যাসেম্বলি সদস্য ঈদ বিলের প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি ‘স্যাফেস্ট’ সহ বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে চলছে জোর লবিং। সমাবেশে মাজেদা এ উদ্দিন ছাড়াও ‘স্যাফেস্ট’ এর যুব বিষয়ক চেয়ারপার্সন সোহানা ইয়াসমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রস্তাবিত ‘ঈদ ফর নিউইয়র্ক’ বিলটিতে স্বাক্ষরকারী সিনেটরদের মধ্যে রয়েছেন রোবার্ট জ্যাকসন, লুইস সেপুলভেদা, মনিকা মার্টিনেজ, এ্যান্ড্রু গাউনারডেস, ডিন ম্যুরে, জেলনোর মাইরি, কেভিন এস পারকার, জুলিয়া সালাজার, টবি অ্যান স্টভিস্কি, কেবিন থমাস, জ্যাক এস মার্টিন্ম, ব্র্যাড হোইলমেন-সিগ্যাল। ষ্টেট অ্যাসেম্বলিম্যানের মধ্যে রয়েছেন জোহরান মামদানি, নাদের জে সায়েঘ, সারাহানা শ্রেষ্ঠ্য, হারভে স্টাইন, জেফরিয়ন অব্রে, জন জ্যাকারো, ইউডেলকা তাপিয়া, ফিলিপ র‌্যামোস, ক্রিস ব্রডরিক, জেসিকা গঞ্জালেজ-রোজার্স, স্টিভেন রাগা, ডেভিড ওয়েপ্রিন, স্যাম বার্গার, উইলিয়াম কোল্টন, নাইলি রোজিক, এইলিন গুন্থের, জর্জ অ্যালভেরেজ, মিশেল সোলেজেস, স্টিভ স্টেম সহ আরো অনেকে।

সংশ্লিষ্টদের মতে নিউইয়র্ক রাজ্যে ১০ লক্ষাধিক মুসলিম নার-নারীর বসবাস। মুসলিম কমিউনিটির বিভিন্ন দাবি-দাওয়ার মধ্যে বিগত ২০১৫ সালে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিল পাশ হয়। এদিন স্কুল খোলা থাকলেও মুসলিম শিক্ষার্থীদের জন্য স্কুল গমন বাধ্যতামূলক নয়। সেই আলোকে নিউইয়র্ক রাজ্যে দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার দাবী অব্যাহত রয়েছে।