NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

মনোনয়ন ফরম তোলা প্রসঙ্গে যা বললেন শাওন


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

মনোনয়ন ফরম তোলা প্রসঙ্গে যা বললেন শাওন

গতকাল থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি। গতকাল থেকেই ঢাকার গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু করেছে দলটি। নারী রাজনৈতিক কর্মীদের পাশাপাশি এবার একঝাঁক বিনোদন জগতের তারকাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সংরক্ষিত নারী আসনে এমপি হতে দৌড়ঝাঁপও শুরু করেছেন তাঁরা।

 

এ তালিকায় আছেন জনপ্রিয় কথাসাহিতিক্য হুমায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। গতকালই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসংক্রান্ত সংবাদও এসেছে গণমাধ্যমে।

আজ দুপুরের পর কালের কণ্ঠ’র সঙ্গে কথা হয় তাঁর।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এটা সত্যি। এলাকা হিসেবে দিয়েছি জামালপুর। তবে এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।’

 

তাঁর কাছে জানতে চাওয়া হয়, কী ধরনের পরিকল্পনা বা চিন্তা থেকে এমপি হতে চাইছেন।

 

 

উত্তরে তিনি বলেন, ‘আমি যে চিন্তা  থেকে এমপি হতে চাইছি সেটা এখনই বলতে চাইছি না। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
এমপি হওয়ার জন্য কারো উৎসাহ বা অনুপ্রেরণা কাজ করছে কি না জানতে চাইলে বলেন, ‘নাহ, সে রকম কিছু নেই। আমি এসব নিয়ে পরে কথা বলব।’

উল্লেখ্য, জনপ্রিয় কথাসাহিত্যিক ও পরিচালক হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন শাওন।

পাশাপাশি গানও করেছেন তিনি। পরিচালনাও করেছেন বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্র।