NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

চাচা-ভাতিজার ব্যাটে লড়াইয়ে ফিরল আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

চাচা-ভাতিজার ব্যাটে লড়াইয়ে ফিরল আফগানিস্তান

কলম্বো টেস্টে লড়াইয়ে ফিরেছে আফগানিস্তান। তৃতীয় দিন শ্রীলঙ্কার চাপিয়ে দেওয়া রানের বোঝা ভালোভাবেই সামাল দিয়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৪১০ রানের সঙ্গে আর মাত্র ২৯ রান যোগ করে শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

আফগানদের হয়ে পেসার নাভিদ জাদরান চার উইকেট নিয়েছেন।

দুটি করে উইকেট নিয়েছেন নিজাত মাসুদ ও কাইস আহমেদ। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। তবে চাচা-ভাতিজার রেকর্ড ওপেনিং জুটি আর দ্বিতীয় উইকেট জুটির বীরত্বে ম্যাচে আছে আফগানরা।

 

এই টেস্ট দিয়েই বিরল এক ক্লাবে ঢুকে গেছেন চাচা নূর আলি জাদরান ও ইব্রাহিম জাদরান।

প্রথম ইনিংসে চাচা-ভাতিজার ওপেনিং জুটির স্থায়ীত্ব ছিল মাত্র দুই বল। তবে দ্বিতীয় ইনিংসে দুজন যোগ করেন ১০৬ রান। উদ্বোধনী জুটিতে টেস্ট ক্রিকেটে প্রথমবার শতরান দেখল আফগানিস্তান। ১৩৬ বলে নূর ৪৭ রানে আউট হলে জুটি ভাঙে।
তাঁর ইনিংসটি সাজানো ৪টি চারে।

 

এরপর দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে ইব্রাহিমের আবার প্রতিরোধ। দুজন অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ইব্রাহিম। ২১৭ বলে ১০১ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।

তাঁর ইনিংসটি সাজানো ১১টি চারে।

 

ইব্রাহিমের সঙ্গী রহমত অপরাজিত আছেন ৪৬ রানে। তাঁর ৯৮ বলের ইনিংসে চার ৫টি। এখনো শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ৪২ রানে পিছিয়ে আছে আফগানিস্তান।