ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েক শ সরকারি কর্মকর্তা গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে নিজ নিজ সরকারের নীতির প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। তাঁরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই যুদ্ধ নিয়ে তাঁদের সরকারের নীতি সম্ভবত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করছে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ১১টি ইউরোপীয় দেশের ৮০০ জনের বেশি সরকারি কর্মকর্তা বিবৃতিটিতে সই করেছেন।
আটলান্টিক মহাসাগরের উভয় পারের প্রভাবশালী দেশগুলোর কর্মকর্তাদের বিবৃতির একটি অনুলিপি ব্রিটিশ বৈশ্বিক সংবাদমাধ্যম বিবিসির হাতে এসেছে।