NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

গ্রেটাকে অস্কার মনোনয়ন দেওয়া উচিত ছিল : মার্গট রবি


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

গ্রেটাকে অস্কার মনোনয়ন দেওয়া উচিত ছিল : মার্গট রবি

গত বছর হলিউডের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ছিল বার্বি। বিশ্বব্যাপী তুমুল সাড়া ফেলার পাশাপাশি সিনেমাটি আয় করেছে প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার। গ্রেটা গারউইগ পরিচালিত পুতুলের রাজ্য বার্বিকে সিনেমার পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী মার্গট রবি। বছর শেষে পুরস্কারের মঞ্চগুলোতেও ছিল বার্বির জয়জয়কার।

এমনকি অস্কারের মঞ্চেও দাপট বার্বির। এ বছর আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে বার্বি। তবে সবাইকে হতবাক করেছে সেরা অভিনেত্রী ও সেরা পরিচালক হিসেবে অস্কারে বার্বির মনোনয়ন না থাকা।

 

২৩ জানুয়ারি ঘোষিত হয়েছে ৯৬তম অস্কারের মনোনয়ন।

এ বছর অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে ওপেনহাইমার। তবে বার্বি পেয়েছে আটটি মনোনয়ন। কিন্তু দুর্দান্ত অভিনয় করেও মনোনয়ন বঞ্চিত মার্গট রবি। এতে অবশ্য অভিনেত্রীর আক্ষেপ নেই।
বরং তাঁর পরিচালক গ্রেটার জন্যই হতাশার ‍সুর শোনা গেল অভিনেত্রীর কণ্ঠে।

 

1
গ্রেটা গারউইগ ও মার্গট রবি

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, মার্গট রবি বলেছেন, ‘আমি যথেষ্ট আশীর্বাদ পেয়েছি, তাই দুঃখিত হওয়ার কোনো উপায় নেই। তবে আমি মনে করি, গ্রেটাকে পরিচালক হিসেবে মনোনীত করা উচিত ছিল। তিনি যা করেছেন তা ক্যারিয়ারে একবার, এমনকি গোটা জীবনে একবার করার মতোই বিশেষ। এটি সব চলচ্চিত্রের জন্য একটি অবিশ্বাস্য বছর ছিল।

’ 

 

অভিনেত্রী জানান, বার্বি নতুন করে পশ্চিমা সংস্কৃতিতে এক আলোড়ন তৈরি করেছে। মানুষের ভালো লাগা ও ভালোবাসা বার্বিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অসংখ্য মানুষ এ বছর বার্বিকে সেরার মর্যাদা দিয়েছে। এটা অভূতপূর্ব সাফল্য। মার্গট রবির মতে, এর আগে কমিক বইয়ের বার্বির প্রতি মানুষের ভালোবাসা ছিল, তবে পর্দায় বার্বিকে মানুষ অন্যভাবে গ্রহণ করেছে। এটা অসাধারণ অর্জন।

তবে নিজে মনোনয়ন না পেলেও তাঁর চলচ্চিত্র বার্বি অস্কারে আটটি মনোনয়ন পাওয়ায় বেশ উচ্ছ্বসিত রবি। তাঁর সহকর্মীদের সাফল্যেও দারুণ খুশি এই অভিনেত্রী।

এ বছর অস্কারের মনোনয়নে বার্বি আটটি মনোনয়নের মধ্যে রায়ান গসলিং সেরা পার্শ্ব-অভিনেতার জন্য মনোনীত হয়েছেন, আমেরিকা ফেরেরা সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া সেরা চলচ্চিত্র, অভিযোজিত চিত্রনাট্য (গ্রেটা গারউইগ এবং নোয়াহ বাউম্বাচ), কস্টিউম ডিজাইন, প্রডাকশন ডিজাইন এবং সেরা মৌলিক গান (আই অ্যাম জাস্ট কেন)-এর মতো বিভাগে মনোনয়ন পেয়েছে ফিল্মটি। তবে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাননি মার্গট রবি, যা বিশ্বব্যাপী ভক্তদের হতাশ করেছে।

বার্বিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন মার্গট রবি। লাকিচ্যাপের টম অ্যাকারলি এবং ম্যাটেলের রবি ব্রেনার এবং ডেভিড হেইম্যানের পাশাপাশি বার্বি প্রযোজনা করেছেন মার্গট। এটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। ২০২৩ সালের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ছিল বার্বি। বিশ্বব্যাপী বক্স অফিসে ১.৫ বিলিয়নের কাছাকাছি আয় করে সিনেমাটি বছরের সেরা আয়কারী সিনেমা হয়ে ওঠে। দর্শকপ্রিয়তার দিক থেকেও বার্বি ছিল ২০২৩ সালের সেরা চলচ্চিত্র। আর এ বছর অস্কারের মঞ্চেও বেশ কড়া প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে বার্বি। আগামী ১০ মার্চ অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।