বলিউডের সংবাদ মাধ্যম থেকে ভক্তকুল সবার মাঝেই এখন আলোচনার বিষয় অভিষেক ঐশ্বরিয়ার সংসার। সবারই ধারণা ভাঙছে এই দম্পতির সাজানো সংসার। বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে দুজনের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মন্তব্য করেননি পরিবারের কেউই।
খবর প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৪, ১১:০০ এএম
বলিউডের সংবাদ মাধ্যম থেকে ভক্তকুল সবার মাঝেই এখন আলোচনার বিষয় অভিষেক ঐশ্বরিয়ার সংসার। সবারই ধারণা ভাঙছে এই দম্পতির সাজানো সংসার। বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে দুজনের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মন্তব্য করেননি পরিবারের কেউই।
গত বছরের এপ্রিল মাসে নিজেদের ১৬তম বিবাহবার্ষিকী পালন করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তার পর থেকেই নাকি তাঁদের সংসারে ভাঙনের আঁচ। তবে সেই কানাঘুষো বলিপাড়ায় ছড়িয়ে পড়া সত্ত্বেও নাকি নির্বিকার ঐশ্বরিয়া। এর মাঝেই ব্যর্থতা নিয়ে পোস্ট অভিষেকের। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘ব্যর্থতার ভয় কখনও কখনও স্বপ্ন নষ্ট করে দেয়।
তবে ঘটনা যাই হোক, ভক্তদের এই ভাঙন কোনোভাবেই চাওয়া নয়। তারা চাইছেন যেকোনো মূল্য যেনো একসঙ্গে থাকেন অভিষেক ঐশ্বরিয়া।