NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

আল-ইসলাহ নিউইয়র্ক স্টেটের উদ্যোগে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ০৭:০৭ এএম

আল-ইসলাহ নিউইয়র্ক স্টেটের উদ্যোগে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৬তম ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে ২১ই জানুয়ারি রবিবার আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট -এর উদ্যোগে ব্রঙ্কসে নীরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আনজুমানে আল ইসলাহ’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ আল্লামা ফুলতলী (র.)-এর মুরিদীন, মুহিব্বীন এবং নিউয়র্কের বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ,সেক্রেটারি, কমিটি মেম্বার সহ সর্বস্থরের ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।
নিউইয়র্ক স্টেট কমিটির সহ-সভাপতি মাওলানা শাহান শাহ ইয়াহইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা কাউছার আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ নজম উদ্দীন। আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (রহঃ)’র শানে মর্সিয়া পাঠ করেন মোহাম্মদ এনামুল হক।
প্রধান অতিথি হিসেবে ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ)’র জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ’র স্থায়ী কমিটির সাধারন সম্পাদক হযরত মাওলানা এম এ নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, আনজুমানে আল ইসলাহ ইউএসএ সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মইনুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আল ইসলাহ এর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন। বক্তব্য রাখেন সোনাকান্দা দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা হাসান আহমদ, দারুস সুন্নাহ নিউইয়র্কের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মিনহাজুর রহমান, সংগঠনের সহ প্রচার সম্পাদক মুশাহীদ আলী।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট আল-ইসলাহ এর প্রচার সম্পাদক মালিক শেখ, সদস্য রুকন হাকিম, হাফিজ মাওলানা রওশন আহমেদ, এম এ কাশেম, সৈয়দ সায়েম ও কারী খালেদ, উডসাইড সানিসাইড চ্যাপ্টারের সভাপতি হেলাল খান।.
পরিশেষে সভাপতি সাহেব তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের সরব উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানান। মাওলানা মইনুল ইসলামের পরিচালনায় মিলাদ শরীফ এবং আল্লামা সৈয়দ সাজিদুল হকের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা হয়।
উল্লেখ্য, মাহফিলে সংগঠনের সদস্য রুকন হাকিম ও দারুল হাদিস লতিফিয়া ইউএসএর প্রেসিডেন্ট ডাক্তার হেলাল উদ্দিনের সৌজন্যে তাবারুক পরিবেশন করা হয়।