NYC Sightseeing Pass
Logo
logo

তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৯২ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:২৭ এএম

তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৯২ জনের মৃত্যু

এক সপ্তাহ ধরে তীব্র তুষারঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রজুড়ে ৯২টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। বিবিসি তাদের মার্কিন অংশীদার সিবিএসের সমীক্ষার বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি অবস্থার অধীনে থাকা টেনেসি অঙ্গরাজ্যে কমপক্ষে ২৫ জন এবং ওরেগন অঙ্গরাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই দুই অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি হলেও মিসিসিপি, ইলিনয়, পেনসিলভানিয়া, ওয়াশিংটন, কেন্টাকি, উইসকনসিন, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং আরো অনেক জায়গা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাশাপাশি দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে। তবে কয়েক দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

 

বিবিসি জানিয়েছে, শীতকালীন আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া যুক্তরাষ্ট্রের অনেকাংশে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা পর্যন্ত ওরেগনে ৪৫ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিল।

পেনসিলভানিয়া, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো এবং ইন্ডিয়ানাতে বিদ্যুৎবিভ্রাটের খবর পাওয়া গেছে। 

 

এ ছাড়া জাতীয় আবহাওয়া পরিষেবা সোমবার আরকানসাস এবং ওকলাহোমার কিছু অংশের জন্য তুষারঝড়ের সতর্কতা জারি করেছে এবং সোমবার পর্যন্ত দেশের বড় অংশে গাড়ি চালানো বিপজ্জনক হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

পাশাপাশি কিছু আবহাওয়াবিদ সতর্ক করে দিয়ে বলেছেন, উষ্ণ বাতাস এবং বৃষ্টির কারণে মধ্য-পশ্চিম এবং উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের কিছু অংশে বন্যা হতে পারে। সপ্তাহের শেষের দিকে দেশটির পূর্বাঞ্চলের কিছু অংশে তাপমাত্রা অন্যান্য বছরের এ সময়ের জন্য গড়ের ওপরে থাকতে পারে।