NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

সবার নজর নবজাতকের দিকে, ভাই-বোনের খোঁজ নেয়নি কেউ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪১ এএম

>
সবার নজর নবজাতকের দিকে, ভাই-বোনের খোঁজ নেয়নি কেউ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু এবং মৃত মায়ের গর্ভ ফেটে ভূমিষ্ট হওয়া নবজাতক শিশু এখন ‘টক অব দ্য কান্ট্রি’৷ ঘটনার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই নবজাতক।

ইতোমধ্যে তার চিকিৎসা ও ভরণপোষণসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন ত্রিশালের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী। সেই সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকও শিশুটির খোঁজখবর রাখছেন ও পাশে থাকার কথা বলেছেন তাকে দেখতে গিয়ে। 

শুধু তাই নয়, শিশুটিকে দত্তক নিতেও নানাভাবে চেষ্টা করছে অনেক মানুষ। যদিও তাকে দত্তক দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তার স্বজনরা। সবার নজর ওই নবজাতকের দিকে থাকলেও কেউ খোঁজ নেয়নি তার দরিদ্র পরিবার ও ভাই-বোনের। হঠাৎ করেই এতিম হওয়া আরও দুই শিশু সন্তানের ভবিষ্যত এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। 

 

জানা গেছে, নিহত জাহাঙ্গীরের বাবা মোস্তাফিজুর রহমান বাবলু ও মা সুফিয়া আক্তার দুইজনই শারীরিক প্রতিবন্ধী। সদ্যজাত নবজাতক ছাড়াও নিহত জাহাঙ্গীর-রত্না দম্পতির রয়েছে ১০ বছর বয়সী মেয়ে জান্নাত ও সাত বছর বয়সী ছেলে এবাদত। জান্নাত একটি স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্রী। 

স্বজন ও স্থানীয়রা বলছেন, দাদা-দাদি দুজনই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ওই তিন শিশুর দেখাশোনা এমনকি ভরণপোষণ দেওয়াটা অনেকটাই অসম্ভব। এমন অবস্থায় পরিবারটির দিকে বিশেষ করে এতিম ছেলে-মেয়েদের দিকে সরকার কিংবা বিত্তবানরা যদি একটু সুনজর দিত, তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ সুন্দর হতো। 

 

এর আগে শনিবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে ত্রিশালের কোর্টভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), তার স্বামী জাহাঙ্গীর আলম (৪০) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। প্রসবের নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় আলট্রাসনোগ্রাম করানোর জন্য স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে ট্রাকচাপায় ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। তবে ওই সময় অলৌকিকভাবে মায়ের গর্ভ ফেটে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক নবজাতক। জন্ম নিয়ে রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ ও আশপাশের লোকজন। পরে নবজাতকটিকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নেওয়ার পরই জানা যায় জীবিত আছে নবজাতক কন্যাটি। 

 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য নবজাতকটিকে ময়মনসিংহ সদরের সিবিএমসি হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক্সরে করে শিশুটির ডান হাতের দুইটি হাড় ভেঙে গেছে বলে জানা যায়। বর্তমানে শিশু বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে নগরীর লাবীব হাসপাতালে সদ্যজাত শিশুটি চিকিৎসাধীন রয়েছে। শিশুটি শঙ্কামুক্ত আছে এবং আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ভাঙা হাড় জোড়া লাগাসহ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসক।