পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকার আভাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, একজন রাজনীতিক সংলাপের জন্য সব সময় প্রস্তুত থাকেন। আদিয়ালা কারাগারে গত শুক্রবার তোশাখানা দুর্নীতি মামলার শুনানি চলাকালে সাংবাদিকদের কাছে ইমরান খান এ কথা বলেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা নেতা ইমরান জোর দিয়ে বলেন, দুর্বল সরকার গঠনের চেয়ে বিরোধীদের সঙ্গে জোট গঠন পছন্দ করবে তাঁর দল।