NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

রাশিয়ায় তেল ডিপোতে হামলা, দায় স্বীকার কিয়েভের


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৪ এএম

রাশিয়ায় তেল ডিপোতে হামলা, দায় স্বীকার কিয়েভের

ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার উত্তরাঞ্চলে একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে। কিয়েভের একটি নিরাপত্তা সূত্র বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। এর আগে লেনিনগ্রাদ অঞ্চলে হামলাকারী ড্রোনগুলোকে ভূপাতিত করার কথা জানিয়েছিল মস্কো।

এএফপি বলেছে, সূত্রটি ইউক্রেনীয় গণমাধ্যমের খবর নিশ্চিত করেছে।

একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে কিয়েভের পরিকল্পিত ও পরিচালিত একটি ড্রোন হামলা রাশিয়ার উত্তরাঞ্চলে একটি তেল ডিপোতে আঘাত করেছে।

 

রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনকে সীমান্তের কাছাকাছি অঞ্চলে বিমান হামলার জন্য দায়ী করে। তবে ফিনল্যান্ডের সীমান্তবর্তী লেনিনগ্রাদের মতো উত্তরাঞ্চলে হামলা বিরল। রাশিয়া এর আগেও বলেছিল, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট মস্কোর কাছে আক্রমণকারী ড্রোন এবং বেলগোরোড সীমান্ত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

 

এদিকে মস্কোর দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আগে বলেছিল, তারা লেনিনগ্রাদ অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোনকে আটকে দিয়েছে।

এ ছাড়া মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ‘পোডলস্ক শহরে মস্কোর দিকে উড়ে আসা একটি ড্রোনের হামলাকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।’

আঞ্চলিক গভর্নর ব্য্যাচেস্লাভ গ্ল্যাডকভ বৃহস্পতিবার বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে।

হামলার ফলে এক নারী আহত হয়েছেন, একটি গ্যারেজ ধ্বংস হয়েছে এবং কিছু বিদ্যুৎ ও গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

 

২০২৩ সালের বসন্ত থেকে মস্কো ও এর আশপাশের নামি অঞ্চলে নিয়মিত ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে, যার অধিকাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনজুড়ে হামলা চালিয়েছে। ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলটি কয়েক মাস ধরে মারাত্মক হামলার সম্মুখীন হয়েছে।

এএফপি অনুসারে, ৩০ ডিসেম্বর বেলগোরোড শহরে ২৫ জন মারা গিয়েছিল এবং প্রায় ১০০ জন আহত হয়েছিল।

মস্কো ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ শুরুর পর থেকে এলাকাটি এদিন সবচেয়ে মারাত্মক হামলার মুখোমুখি হয়েছিল।