NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

এই মাদ্রিদ ডার্বিতে আরো কঠিন লড়াই দেখছেন আনচেলোত্তি


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৩ এএম

এই মাদ্রিদ ডার্বিতে আরো কঠিন লড়াই দেখছেন আনচেলোত্তি

আট দিনের ব্যবধানে আবারও মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপে সেমিফাইনালে অ্যাতলেতিকোকে ৫-৩ গোলে হারায় রিয়াল। সপ্তাহ পেরোতে না পেরোতেই আজ রাতে কোপা দেলরের শেষ ষোলোতে মুখোমুখি দুই দল। সুপার কাপে সেই হারের প্রতিশোধ ঘরের মাঠে নিশ্চিতভাবেই নিতে চাইবে দিয়েগো সিমিওনের দল।

তাই রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি বলছেন, আজকের ম্যাচ আরো কঠিন হবে।

 

সুপার কাপে দুই দলের মধ্যে হয়েছিল তুমুল লড়াই। শুরুতেই হেরমেসোর গোলে অ্যাতলেতিকো এগিয়ে গেলে রিয়ালকে সমতায় ফিরিয়েছিলেন রুডিগার। কিছুক্ষণ পরেই রিয়ালের ব্যবধান বাড়ান ফেরলান্ড মেন্ডি।

তবে প্রথমার্ধেই আন্তোয়ান গ্রিয়েজমানের গোলে ম্যাচে ফিরে আসে দিয়েগো সিমিওনের দল। এরপর ৭৮ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে অ্যাতলেতিকোকে গোল উপহার দেন রুডিগার। তবে ৮৫ মিনিটে দানি কার্ভাহাল গোল করে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত রিয়ালের।
প্রবল চাপ প্রয়োগ করে ১১৬ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল। হোসেলুর হেড স্যাভিচের পায়ে লেগে জড়িয়ে যায় জালে এবং শেষ মিনিটে ব্রাহিম দিয়াসের দারুণ ফিনিশিংয়ে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।

 

আজকের ম্যাচ আরো কঠিন হবে বলছেন কার্লো আনচেলোত্তি, 'অ্যাতলেতিকো ভালো দল। আরো একটি কঠিন ম্যাচ খেলতে চলেছি।  সুপার কাপে তারা দেখিয়েছে কতটা শক্তিশালী তাদের দল।

আশা করছি, সেই ম্যাচের তুলনায় আজকের ম্যাচ আরো কঠিন হবে। কারণ তারা নিজেদের মাঠে খেলবে এবং এখানে তারা ভালো করছে।'

 

লিগে ঘরের মাঠে অ্যাতলেতিকো সর্বশেষ দশ ম্যাচে ৯টিতেই জিতেছে, ড্র একটিতে। আর ঘরের মাঠে গত বছরের জানুয়ারি থেকে কোনো ম্যাচ হারে না। ওয়ান্ডা মেট্রোপলিটনে সর্বশেষ সাক্ষাৎকে গত সেপ্টেম্বরে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছিল অ্যাতলেতিকো।  

লুকাস ভাস্কেজ, থিবো কোর্তোয়া, এদার মিলিতাও, ডেভিড আলাবা চোটের কারণে মাঠের বাইরে থাকলেও বাকিরা তাদের অভাব বুঝতে দিচ্ছেন না। চোটে পড়া খেলোয়াড়ের সংখ্যা বাড়লেও রিয়ালের শক্তি কমেনি। এ ব্যাপারে আনচেলোত্তি বলেছেন, 'চোটে যারা আছেন তাদের ছাড়া সবাই খেলার জন্য প্রস্তুত। সেরা দলই মাঠে নামাতে যাচ্ছি। আমাদের বেশ কয়েকজন চোটের মধ্যে আছে, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, কারণ স্কোয়াড খুব শক্তিশালী।' আজ রাত আড়াইটায় শুরু হবে ম্যাচ।