NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

রিয়ালের কাছে চার গোল হজম করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাভি


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

রিয়ালের কাছে চার গোল হজম করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাভি

শুধু শিরোপা হাতছাড়া করেনি, রিয়াল মাদ্রিদের কাছে বার্সেলোনা এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছে। সৌদি আরবের রিয়াদে মরুর বুকে কোনরকম প্রতিরোধ গড়তে পারেনি কাতালানরা। তাতে সঙ্গী হয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানের হার। ফাইনাল হারের পর তাই সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বার্সেলোনা কোচ জাভি এর্নান্দেস।

 

গতরাতে ম্যাচের ১০ মিনিটের মধ্যে ভিনিসিয়ুস জুনিয়র দুই গোল করে রিয়ালকে চালকের আসনে বসান। এরপর রবার্ত লেভানদোস্কির গোল আশা বাঁচিয়ে রাখলেও এই অর্ধেই হ্যাটট্রিক করে রিয়ালকে জয়ের পথে রাখেন ভিনি। মধ্যবিরতি থেকে ফিরেও আধিপত্য ধরে রাখে রিয়াল মাদ্রিদ। তাতে ৬৪ মিনিটে পেয়ে যায় চতুর্থ গোল।

এবার স্কোরশিটে নাম লেখান রদ্রিগো। একটু পরেই আরও বড় ধাক্কা খায় বার্সেলোনা। রোনাল্ড আরোহো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় বার্সা। 

 

এমন হারের পর বড্ড হতাশ জাভি,'এটা বড় হার, একজন বার্সেলোনা সমর্থক হিসেবে আমি হতাশ ও বিষণ্ণ।

মৌসুমের অন্যতম বাজে ম্যাচ খেলেছি আমরা। আমরা যেভাবে খেলেছি সেটা বার্সেলোনার প্রতিচ্ছবি নয়। বিশেষ করে ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়। তবে ফুটবল এমনই এবং এসবে সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।' সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন জাভি,'প্রতিটি জায়গায় আমাদের দুর্বলতা ছিল এবং সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতেই হবে।
ফাইনালে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।' 

 

সুপার কাপের শিরোপা হারালেও আশা হারাচ্ছেন না জাভি,'একটি ট্রফি হারিয়েছি, এতে নিজেদের আত্ম সমালোচনা করতে হবে কিন্তু আমি এখনো বিশ্বাস করি, দারুণ একটি মৌসুম শেষ করতে চলেছি। আশা করি, এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারব। সবকিছুই সঠিকভাবে চলবে। এরকম অবস্থায় এর আগেও পড়েছি এবং ঘুরে দাঁড়িয়েছি।'