NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্র জুড়ে ঝড়-টর্নেডোয় নিহত ৩, কমলা হ্যারিসের প্লেনের জরুরি অবতরণ


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৪, ১২:৩৭ পিএম

>
যুক্তরাষ্ট্র জুড়ে ঝড়-টর্নেডোয় নিহত ৩, কমলা হ্যারিসের প্লেনের জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্টেট জুড়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে কমপক্ষে তিনজন মারা গেছে এবং ৬ লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। কানাডার পূর্বাঞ্চলেও এই ঝড় ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালী বাতাস গাড়ি উল্টে এবং বাড়িঘর ছিটকে পড়ে, যেখানে বেশ কয়েকটি টর্নেডোর খবর পাওয়া গেছে।

ফ্ল্যাইট অ্যাওয়ারের-এর তথ্য অনুসারে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বাইরে যাওয়ার ১৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আলাবামা অঙ্গরাজ্যের হিউস্টন কাউন্টিতে টর্নেডোতে ঘরবাড়ি ভেঙে পড়ায় ৮১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর ক্যারোলাইনার ক্লেয়ারমন্টেও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, জর্জিয়ার ক্লেটন কাউন্টিতে গাছ ভেঙে পড়ায় এক মোটরচালকের মৃত্যু হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্লেনটিকেও জরুরি অবতরণ করতে হয়েছে।

কমলা হ্যারিসের মুখপাত্র জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আটলান্টা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে মার্কিন ভাইস-প্রেসিডেন্টকে বহনকারী প্লেনটি মেরিল্যান্ডের পরিবর্তে ভার্জিনিয়ায় অবতরণ করতে বাধ্য হয়।

এদিকে মঙ্গলবার ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়াজুড়ে ১২টি টর্নেডোর খবর পাওয়া গেছে। এসব টর্নেডো ওই এলাকাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে। কিছু এলাকায় এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্কতা জানিয়ে বলে, এই অঞ্চল ও পূর্ব আমেরিকার অন্যান্য জায়গায় আরও শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। কানাডায় উইন্ডসরের পার্শ্ববর্তী দক্ষিণ অন্টারিও থেকে মধ্য কুইবেক পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ওই অঞ্চলে এক ফুটেরও বেশি তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।