NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

চট্টগ্রামে ভোটগ্রহণকালে পিস্তল উঁচিয়ে গুলি, আহত ২


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০১ এএম

>
চট্টগ্রামে ভোটগ্রহণকালে পিস্তল উঁচিয়ে গুলি, আহত ২

চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর (ফুলকপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘পাহাড়তলী কলেজ কেন্দ্রের বা্রই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। ওই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন শুনেছি। তাঁদের  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘পিস্তল উঁচিয়ে গুলি করা যুবকের নাম ও পরিচয় শনাক্ত করা হয়েছে।

 
তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছে।’ তবে ওই যুবকের নাম-পরিচয় প্রকাশ করেননি এই পুলিশ কর্মকর্তা।  

 

গুলিবিদ্ধরা হলেন, শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। তবে তাঁরা কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।

 
 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মনজুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করা ব্যক্তির নাম শামীম আজাদ বলে জানা গেছে। তবে তিনি কোন পক্ষের হয়ে কাজ করতেন তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় এক কাউন্সিলরের অনুসারী বলে এলাকায় আলোচনা চলছে। 

সংঘর্ষের পরও পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের ৬৫ নম্বর কেন্দ্রে ভোটগ্রহনেণকোনো সমস্যা হয়নি বলে কালের কণ্ঠকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মো. মিজানুর রহমান খান।

 
তিনি বলেন, ‘কেন্দ্রের বাইরে মারামারি ঘটনা ঘটছে। এর প্রভাব কেন্দ্রের ভেতরে পড়েনি। একমুহূর্তের জন্য ভোটগ্রহণ বন্ধ হয়নি।’ 

 

চট্টগ্রাম-১০ (চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড) আসনে মোট প্রার্থী ৯ জন।