NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ব্রাজিল আমাকে প্রস্তাব দেয়নি : মরিনহো


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম

ব্রাজিল আমাকে প্রস্তাব দেয়নি : মরিনহো

দৃশ্যটা ভাবুন একবার, মাঠে সেলেসাওরা খেলছে আর ডাগ আউটে স্পেশাল ওয়ান জোসে মরিনহো, পুরো ক্যারিয়ার যার অর্জন আর বিতর্কে ভরা। এমন কিছু আদৌ সম্ভব কি না, তা সময়ই বলবে। তবে গুঞ্জন কিন্তু ডালপালা মেলছে। ব্রাজিল কোচহীন হয়ে আছে।

 
কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আর নেই। ফুটবলবিশ্ব বিশ্বকাপের সবচেয়ে সফল ও অন্যতম সমর্থনপুষ্ট দলটির ডাগআউটে কে দাঁড়াবে, তা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে চাইছে।

 

মরিনহোর রোমায় চুক্তি আছে আগামী জুন পর্যন্ত। অর্থাৎ চাইলে এখন তিনি অন্য কোনো দলের সঙ্গে আলাপ চালাতেই পারেন।

 
ক্লাব ফুটবলে তো প্রায় সবই জিতেছেন। ৪টি লিগ, ৫টি ইউরোপিয়ান ট্রফি, ৫টি কাপ- সেগুলোও ভিন্ন চারটি দেশে। ৬০ বছর বয়সে এবার কোনো জাতীয় দলের দায়িত্বে তাঁকে দেখাটা প্রত্যাশিতও। এর মধ্যে পর্তুগাল থেকেও তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাব ছিল সৌদি আরবের।
 
এবার ব্রাজিলকে নিয়ে গুঞ্জন। গতরাতে রোমার ইতালিয়ান কাপের ম্যাচের পর মরিনহো অবশ্য জানিয়েছেন, ‘জানি না কী হচ্ছে। তবে ব্রাজিল আমাকে সরাসরি কোনো প্রস্তাব দেয়নি। আর আমি আমার এজেন্টকে বলে দিয়েছি, রোমার আমাকে নিয়ে ইচ্ছা-অনিচ্ছার কথা না জেনে কারো সঙ্গে যেন আলাপ না করে।’

 

খবর বেরিয়েছে রোমা কর্তৃপক্ষই নতুন কোচ খুঁজছে।

 
মরিনহো তবে কোথায় যাচ্ছেন, তাতেই ব্রাজিলকে নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা। ২০২১ সালে তিনি ইতালির রাজধানীর ক্লাবটির দায়িত্ব নিয়েছেন। গত দুই মৌসুমে লিগে ষষ্ঠ হয়েছে তাঁর দল, ২০২২-এ কনফারেন্স লিগের শিরোপা জেতে আর গত মৌসুমে ওঠে ইউরোপিয়ান লিগের ফাইনালে। এই মৌসুমে লিগে সপ্তম স্থানে মরিনহোর দল, শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১৭ পয়েন্ট পেছনে। রোমার ‘ফিন্যানশিয়াল ফেয়ার প্লে’র বাধ্যবাধকতা থাকায় মরিনহো অবশ্য দলবদলে চাওয়ার মতো খেলোয়াড় পাননি। সেটি নিয়ে তাঁর অসন্তোষও গোপন থাকেনি। এএফপি