NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

আবারও আইপিএলের ডাকে মন খারাপ তাসকিনের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

আবারও আইপিএলের ডাকে মন খারাপ তাসকিনের

প্রতিবারই নিয়ম করে ডাক আসে তাঁর। কিন্তু সেই ডাকে সাড়া দিতে না পারাটাও নিয়তি তাসকিন আহমেদের। নানা কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) প্রতিবারই ছাড়পত্র দেয় না তাঁকে। এই ফাস্ট বোলার তা মেনেও নেন।

 
তবে বারবার ডাক পেয়েও আইপিএলে খেলতে যেতে না পারায় মন খারাপ হয় এই ফাস্ট বোলারের। সেই খারাপ লাগার কথাই আবার নতুন করে সংবাদমাধ্যমকে জানালেন তাসকিন।

 

‘নতুন করে’ জানানোর কারণ, কিছুদিন আগে ড্রাফট থেকে বিসিবি তাঁর নাম প্রত্যাহার করে নেওয়ার পরও সুযোগ শেষ হয়ে যায়নি তাসকিনের। ড্রাফটের পরও আইপিএল থেকে ডাক এসেছে তাঁর।

 

 

বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের কোন দল থেকে ডাক পেয়েছেন, সেটি অবশ্য জানাননি তাসকিন। তবে যত দূর জানা গেছে, ড্রাফটের পর কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স তাঁকে পাওয়ার আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছিল। তাসকিন যথারীতি বিসিবির সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি অবহিতও করেছেন। এবার অবশ্য ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে সরাসরি ‘না’ করে দেওয়া হয়নি।

 
বলা হয়েছে, বিবেচনা করে দেখা হবে।

 

তবে চোটপ্রবণ তাসকিন ধরেই নিয়েছেন, এবারও আইপিএলে খেলার অনুমতি পাবেন না। না হলে তাঁর মুখে এমন মন ভার করা কথা শোনা যাবে কেন, ‘আসলে এই নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে, কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশ নেওয়ার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে।

 

 

তাসকিন অবশ্য অভিভাবক বিসিবির অবস্থানও বোঝেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণেই। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যুও থাকে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এ রকম ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’