NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েট্স নিউইয়র্ক ইনকের সাধারণ সভা ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৪ পিএম

শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েট্স নিউইয়র্ক ইনকের সাধারণ সভা ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েট্স নিউইয়র্ক ইনকের বার্ষিক সাধারণ  সভা ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার।নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে মঙ্গলবার সন্ধ্যায় এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াযীম উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন।
সংগঠনের প্রয়াত সদস্য মরহুম সায়েদ চৌধুরী মাক্কু ও মরহুম মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং পৃথিবীর মানবতার শান্তি কামনায় সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনার মাধ্যমে সভাটি শুরু করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বার্ষিক কার্য বিবরনী পাঠ করে উপস্থিত সকল সদস্যদের নিকট শুনানো হয়। সংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ উদ্দিন রাজিব সকলের নিকট সংগঠনের মেম্বার ডাইরেক্টরি প্রদান করেন সেই সাথে সকলকে নতুন বছর শুভেচ্ছা উপলক্ষে একটি করে ক্যালেন্ডার প্রদান করেন। অডিট কমিটির প্রধান মোঃ আলমগীর হোসেন তাহার সহকর্মী সদস্য মোঃ টি মোল্লা ও সাখাওয়াত হোসেনকে নিয়ে উপস্থিত সকলের নিকট বাৎসরিক আয় ব্যায় এবং ব্যাংকে জমাকৃত ব্যাংক স্টেটমেন্ট ও অনুসাঙ্গিক সকল খরচের রশিদ সহ সংগঠনের বাৎসরিক আয় ব্যায় এবং চূড়ান্ত হিসাব উপস্থাপন করেন। সদস্যবৃন্দ কোন প্রশ্ন থাকলে উপস্থিত প্রশ্নের মাধ্যমে অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুকের সহায়তায় সকল প্রশ্ন উত্তর প্রদান করেন।
প্রধান ইলেকশন কমিশনারের মির হাফিজ জামাল এবং কমিশনার আমিনুল ইসলাম চৌধুরী ও নওশেদ হোসেনকে নিয়ে ইলেকশন ২০২৩ এর নবনির্বাচিত কমিটি কার্যকরী পরিষদ ২০২৪-২৫ এর সকল সদস্যকে শপথ পাঠ করান।ইলেকশনের সকল আয়-ব্যায় হিসাব উপস্থাপন করেন। একই সাথে উদ্বৃত্ত ডলার নবাগত কমিটির সভাপতির নিকট বুঝিয়ে দেন।
কার্যকরী পরিষদ ২০২২-২৩ এর সকল সদস্য নবাগত কমিটি ২০২৪-২৫ এর নিকট সকল ক্ষমতা হস্তান্তর করেন।
নবাগত কমিটির সভাপতি ওয়াযীম উদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক রুহুল আমিনের মাধ্যমে সংগঠনের বার্ষিক বাজেট উপস্থাপন করেন। সকলের সম্মতিক্রমে মাতৃভাষা দিবস উপলক্ষে ৫০০ ডলার, ইফতার পার্টির জন্য ১০০০ ডলার, বার্ষিক পুনর্মিলনীর জন্য ৫০০০ ডলার, বার্ষিক বনভোজনের জন্য ৩০০০ ডলার এবং আন্তঃকক্ষ ক্রিড়া প্রতিযোগিতার জন্য ১০০০ ডলার বাজেট প্রদান করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ ফুল দিয়ে নবাগত কমিটিকে অভিনন্দন জানান। সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করেন।