NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

মার্কিন পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করল চীন


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৪৪ পিএম

মার্কিন পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করল চীন

চীন আগামী ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য প্রয়োজনীয় নথিগুলো বাতিল করে ভিসা আবেদন সহজ করবে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

পর্যটনকে পুনরুজ্জীবিত করতে এবং কভিড-১৯ মহামারি চলাকালীন মন্দার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতিকে চাঙ্গা করতে এটি সর্বশেষ পদক্ষেপ।

চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে পর্যটক ভিসার আবেদনকারীদের আর এয়ার টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন বা আমন্ত্রণপত্র জমা দিতে হবে না।

 

 

বেইজিংয়ের আগে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার পাসপোর্টধারীদের জন্য ১ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই দেশটিতে যাওয়ার পথ পরিষ্কার করেছে। ভিসামুক্ত এ ব্যবস্থা ১২ মাস চলবে। এই সময়ে এই ছয়টি দেশের পর্যটকরা ১৫ দিন পর্যন্ত চীনে অবস্থান করতে পারবে। এ ছাড়াও এর আগে নভেম্বর মাসে চীন তার ভিসামুক্ত ট্রানজিট নীতি ৫৪টি দেশের জন্য প্রসারিত করেছে।

 

 

দেশটির কঠোর কভিড নিয়ন্ত্রণ নীতির কারণে মহামারি চলাকালীন দেশটিতে অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা হ্রাস পেয়েছে। এক বছর আগে বেইজিং কভিড বিধি-নিষেধ প্রত্যাহার করার পর থেকে চীনে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাড়ানো হয়েছে। তবে এখনো ২০১৯  সালের তুলনায় সে সংখ্যা ৪০ শতাংশ কম।