NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

বর্ষবরণে প্রস্তুত নিউইয়র্কের টাইমস স্কয়ার, দ্য বো টাই


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

বর্ষবরণে প্রস্তুত নিউইয়র্কের  টাইমস স্কয়ার, দ্য বো টাই

নিউইয়র্কের টাইমস স্কয়ারে নতুর বছর ২০২৪ বরণে প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও গীতিকার পল আনকা সেখানে সঙ্গীত পরিবেশন করবেন। সেখানে নিউইয়ার ইভ বলকে পরানো হয়েছে এলইডি বো টাই। আয়োজকরা বলছেন, এ বছরের বো টাই দুই আমেরিকান আইকনের প্রতি শ্রদ্ধা জানাবে। এর একটি টাইম স্কয়ার যা তার ১২০ বছর পূরণ করলো। আর অপরটি মিয়ামি বিচের হোটেল ফাউন্টেনেব্লিউ। এই হোটেল পার করলো তার ৭০ বছর।

টাইম স্কয়ার কাউন্টডাউন এন্টারটেইনমেন্ট এর প্রেসিডেন্ট জেফরি স্ট্রাউস বললেন, টাইমস স্কয়ারে এলেই এই বো টাইয়ের নানাবিধ অর্থ দাঁড়ায়।

বো টাই আভিজাত্যের প্রতীক। কিন্তু এর মানে টাইম স্কয়ারও। টাইম স্কয়ারকেই আমরা 'দ্য বো টাই' হিসেবে চিনি। আকাশ থেকে দেখলে আমরা দেখতে পাই দুটি ত্রিভুজ দুই দিক থেকে এসে একটি বো টাইয়ের আকার ধারণ করেছে, বলেন জেফরি।

এ বছরই প্রথম রাত ১২টা ০৪ মিনিটে নিউইয়ার ইভ বলে এলইডি লাইটে জ্বলে উঠবে বো টাই প্যাটার্নের আলো। ১২ মিটির পরিধির বলটি ২৬৮৮টি ক্রিস্টাল ত্রিভুজ বসিয়ে তৈরি করা হয়েছে। শনিবার সকালে একটি টেস্ট রানের মধ্য দিয়ে বলটি আলোকিত করে তা ১৩০ ফুট উঁচু পোলের ওপর ওঠানো হবে।

কাউন্টডাউন শুরুর আগে রবিবার রাতে পার্ফর্ম করবেন আনকা। তিনি গাইবেন মাই ওয়ে এবং জন লেননের ইমাজিন।

আনকা বলেছেন, আমার ভালোবাসার সিটিতে এই প্রথম পারফর্ম করতে যাচ্ছি। যার মানেই হচ্ছে ভূগোলকের ঠিক কেন্দ্রস্থলের আয়োজনেই আমি থাকছি।

অন্যান্য শিল্পীর মধ্যে থাকছেমন মেগান থি স্টেলিয়ন ও এলএল কুল জে।