NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাষ্পীয় ধোঁয়ায় ঢেকে গেছে নিউইয়র্কের ব্যস্ততম এই সিটির একাংশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

বাষ্পীয় ধোঁয়ায় ঢেকে গেছে নিউইয়র্কের ব্যস্ততম এই সিটির একাংশ

ম্যানহাটানের একটি স্টিম লাইন ফেটে বেরিয়ে আসা বাষ্পীয় ধোঁয়ায় ঢেকে গেছে নিউইয়র্কের ব্যস্ততম এই সিটির একাংশ। বুধবার সকালে মিড টাউনের বেশ কয়েকটি স্ট্রিট ও এভিনিউ এ কারণে যান ও পথচারী চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

সকাল ৮টার দিকে দেখা যায় লেক্সিংটন ও ফার্স্ট এভিনিউর মধ্যে ৫১ থেকে ৫৪ স্ট্রিট ধোঁয়ায় ঢেকে রয়েছে। এবং তা যান ও পথচারী চলাচলের জন্য বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করছেন।

ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে তারা ভোর সাড়ে ৫টার দিকে সড়কে বাষ্পীয় ধোঁয়া বেরিয়ে আসার কল পায়। পরে সেখানে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে কন এডিসনের কর্মীরা ৫২ স্ট্রিট ও সেকেন্ড এভিনিউতে সংস্কারের কাজ করার সময় একটি স্টিম লাইন ফেটে গেলে সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে।

এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। নিউইয়র্ক সিটি এমার্জেন্সি ম্যানেজমেন্ট সড়কে চলাচলকারীদের ভিন্ন রুট ব্যবহারের পরাপর্শ দিয়েছে।