NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

৬০ হাজার টন ইউরিয়া-পটাশ আমদানি করা হবে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০৭ এএম

>
৬০ হাজার টন ইউরিয়া-পটাশ আমদানি করা হবে

দুটি লটে ৬০ হাজার টন ইউরিয়া ও পটাশ সার আমদানি করা হবে। এরমধ্যে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ও ৩০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানি করা হবে। এই ৬ হাজার টন সার আমদানিতে মোট খরচ হবে ২৯৪ কোটি ৭৭ লাখ টাকা। 

বৃহস্পতিবার (৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৩ তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন ৫৬০ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনতে মোট খরচ হবে ১ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১৪৪ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা।

তিনি বলেন, সভায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন এমওপি সার ৫৮১ দশমিক ৮৮ মার্কিন ডলার হিসাবে মোট খরচ হবে ১ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৪০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকা।