NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

কামিন্সের মতে লায়ন যেভাবে ওয়ার্নকে ছাড়িয়ে যেতে পারেন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১০ এএম

কামিন্সের মতে লায়ন যেভাবে ওয়ার্নকে ছাড়িয়ে যেতে পারেন

শেন ওয়ার্ন কিংবা মুত্তিয়া মুরালিধরনের মতো অতটা আলোচিত নন নাথান লায়ন। বছরের পর বছর  অনেকটা নীরবেই নিজের কাজটা করে যাচ্ছেন এই অফ স্পিনার। এক যুগ ধরে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ মানেই লায়ন। সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে লায়ন ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক।

 

 

বয়স ৩৬ ছাড়িয়েছে। লায়ন কত দূর যেতে পারেন? আলোচনাটা ভালোই সামনে এসেছে। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স মনে করেন, কিংবদন্তি শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে লায়নের সামনে। সেটা কিভাবে? তাঁর মুখেই শোনা যাক, ‘এখনো সে অন্তত পাঁচ বছর খেলতে পারে।

 
প্রতিবছর ১০টা করে ম্যাচ থাকবে। আমি মনে করি, এখনো সে ৪০-৫০টা টেস্ট পাবে, আরো চার-পাঁচ বছর খেললে। ম্যাচপ্রতি ৪-৫টা উইকেট পেলে ২০০ হয়ে যাবে, মানে ৭০০ হবে।’

 

১২৩তম টেস্টে লায়নের উইকেট এখন ৫০১টি।

 
৭০৮ উইকেট নিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ার্ন। ওয়ার্নকে ছাড়িয়ে যেতে আরো ২০০টির বেশি উইকেট লাগবে লায়নের। সে যা-ই হোক, লায়নকে এখনো নিজেদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন কামিন্স, ‘লায়ন এখনো আমাদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। বেশির ভাগ ম্যাচে সে দিনে ৩০ ওভার বোলিং করে। এক প্রান্ত দিয়ে সে বোলিং করে।
 
খুব একটা রানও দেয় না। সে কিছু উইকেট নেবে এবং পেসাররা আরেক প্রান্তে অদল-বদল করে বোলিং করে যাবে।’

 

অভিষেকের পর বিরতিহীন খেলে যাচ্ছেন লায়ন। শুধু গত গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে চোটের কারণে তাঁকে পায়নি অস্ট্রেলিয়া। সে সময়টায় লায়নকে মিস করেছেন জানিয়ে কামিন্স বলেছেন, ‘কোনো সন্দেহ নেই ইংল্যান্ডে গত অ্যাশেজে তাকে আমরা মিস করেছি। এক শর বেশি টেস্ট খেলার অভিজ্ঞ একজন বোলারকে অধিনায়ক হিসেবে আপনি সব সময় দলে চাইবেন।’