NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ভারতের লোকসভায় সাময়িক বরখাস্ত ৩০ এমপি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ এএম

ভারতের লোকসভায় সাময়িক বরখাস্ত ৩০ এমপি

ভারতের লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন সোমবার ৩০ জনের বেশি বিরোধী সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন স্পিকার ওম বিড়লা। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও এদিন সাসপেন্ড হয়েছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সংসদ সদস্যরা।

 
তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে। প্রথমে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিট, পরে ৩টা পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন স্পিকার। তার পরও পরিস্থিতি তপ্ত হওয়ায় ৩০ জনের বেশি সংসদ সদস্যকে সাসপেন্ড করেন স্পিকার। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন।
 
তত দিন এই এমপিরা অধিবেশনে যোগ দিতে পারবেন না।

 

আনন্দবাজার অনুসারে, সাসপেন্ড হওয়া সংসদ সদস্যদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক তৃণমূল এমপিও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এ ছাড়া এই তালিকায় রয়েছেন ডিএমকের তিন এমপি—টি আর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান।

 
এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৪৬ জন এমপিকে সাসপেন্ড করা হলো।

 

এদিকে গত বাদল অধিবেশনেও ‘অসংসদীয় শব্দ’ ব্যবহার করায় সাসপেন্ড হয়েছিলেন অধীর। এদিন আবারও সাসপেন্ড হওয়ার পর তিনি বলেন, ‘বিজেপির সংখ্যাধিক্য রয়েছে। তাই দিয়ে সংসদে পেশিশক্তি দেখাচ্ছে। সংসদকে বিজেপি ও আরএসএসের কার্যালয়ে পরিণত করতে চাইছে।