NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিউইয়র্কে নিষিদ্ধ হলো ঘোড়া জবাই, বিলে স্বাক্ষর গভর্নর হোকুলের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

নিউইয়র্কে নিষিদ্ধ হলো ঘোড়া জবাই, বিলে স্বাক্ষর গভর্নর হোকুলের

নিউইয়র্কে মাংস খাওয়ার জন্য ঘোড়া জবাই করা যাবে না, এই মর্মে একটি বিলে সই করেছেন গভর্নর ক্যাথি হোকুল। কসাইখানায় ঘোড়া হত্যা নিষিদ্ধ করে আনা এই বিলে গভর্নর সই করলেন জাতীয় ঘোড়া দিবসে। ফলে এখন থেকে মানুষের কিংবা অন্য প্রাণীর খাদ্য হিসেবে ঘোড়া হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ হলো।

কোনো ব্যক্তি বা কর্পোরেশন এই আইনের আওতায় ঘোড়া হত্যা করতে পারবে না।

এছাড়াও একই দিনে গভর্নর আরও একটি বিলে সই করেছেন যাতে পঙ্গু ঘোড়া নিলামে তুলে বিক্রি করলে বাড়তি জরিমানা গুনতে হবে। গাঁধা ও টাট্টু ঘোড়ার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। বর্তমানে এই জরিমান মাত্র ৫ ডলার।

প্রায় ২০ বছর আগে ইউএস কংগ্রেস ১৩ ডিসেম্বরকে জাতীয় ঘোড়া দিবস ঘোষণা করে, আমরা নিউইয়র্কে এই দিনকে পালন করে ঘোড়ার বিরুদ্ধে নিষ্ঠুরতা বন্ধের উদ্যোগ নিলাম, বলেন গভর্নর হোকুল।

এক বিবৃতিতে নিউইয়র্কের কুইন্সের স্টেট সেনেটর যোসেফ আড্যাবো বলেন, এই বিল সকলের প্রিয় এই প্রাণিটিকে নিষ্ঠুরতা থেকে রক্ষা করবে।