NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

লস এঞ্জেলেসে মহান বিজয় দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৫ পিএম

লস এঞ্জেলেসে মহান বিজয় দিবস উদযাপন

স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট, লস এঞ্জেলেসে ১৬ ডিসেম্বর ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম ৫২তম বিজয় দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

এ সময় লস এঞ্জেলেসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, বাংলাদেশ কমিউনিটির সদস্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



অতিথিরা বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বীরত্বগাঁথা তুলে ধরে হয়।

এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অবহিত করা, ইতিহাস-সংস্কৃতি তুলে ধরাসহ পারস্পরিক সম্পর্ক জোরদারে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম।

অনুষ্ঠানে কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা-সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।