NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

যেভাবে পাসপোর্ট, ভিসা, ছাড়াই ইউরোপ-আমেরিকায় পৌঁছাবেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম

>
যেভাবে পাসপোর্ট, ভিসা, ছাড়াই ইউরোপ-আমেরিকায় পৌঁছাবেন

সাধারণত বিমানে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা এবং টিকিট থাকা আবশ্যিক। এগুলি ছাড়া নিরাপত্তার কারণে কোনও ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে যেতে পারেন না। কিন্তু সম্প্রতি আমেরিকার লস এঞ্জেলসে এমন একটি ঘটনা ঘটেছে যা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে।

 

পাসপোর্ট, ভিসা এবং টিকিট ছাড়াই নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ইউরোপ থেকে বিমানে করে আমেরিকায় পৌঁছালেন এক রুশ নাগরিক। কীভাবে তিনি নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে আমেরিকায় পৌঁছলেন? সেই রহস্যের এখনও সমাধান হয়নি। বর্তমানে ওই ব্যক্তি আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআইয়ের হেফাজতে রয়েছেন। এমন ঘটনায় বিস্মিত হয়েছেন মার্কিন কর্মকর্তারা।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সের্গেই ভ্লাদিমিরোভিচ ওচিগাওয়া। রাশিয়া এবং ইসরায়েল এই দুদেশের নাগরিকত্ব রয়েছে তার। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সে কোপেনহেগেন থেকে যাত্রা করেন এবং ৪ নভেম্বর দুপুর ১ টায় বিনা টিকিট টিকিটে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। এফবিআই এজেন্ট ক্যারোলিন ওয়ালিংয়ের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, যে ওচিগাওয়া বিমানবন্দরের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) চেকপয়েন্টে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে। সেখানে নিরাপত্তার সঙ্গে যুক্ত অফিসাররা জানতে পারেন ওই ফ্লাইটের যাত্রী তালিকায় বা অন্য কোনও আন্তর্জাতিক ফ্লাইটের তালিকায় নাম নেই ওই যাত্রীর।

 

বিমানের ক্রু সদস্যের মতে, তারা সকলেই বিমানে ওচিগাওয়াকে দেখেছেন। তিনি জানান, ফ্লাইটের সময় তিনি বারবার সিট বদল করেছেন। আদালতে মামলাটি উঠলে জানানো হয়, বিমানে খাবার পরিবেশনের সময় প্রতিবার দুটি প্যাকেট খাবার চেয়েছিলেন তিনি এবং কেবিন ক্রুদের একজনের চকলেট ছিনিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করেছিলেন। কেবিন ক্রুর একজন সদস্য বলেছেন যে ওচিগাওয়া ফ্লাইটে অন্যান্য যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। তবে বেশিরভাগ যাত্রীই তাকে উপেক্ষা করছেন।

 

যখন ওচিগাওয়া লস এঞ্জেলস বিমান বন্দর থেকে যাচ্ছিলেন তখন নিরাপত্তারক্ষীরা তার পাসপোর্ট, ভিসা দেখতে চান। তখন ওই ব্যক্তি জানান, পাসপোর্টটি তিনি বিমানে রেখে দিয়েছেন। তবে এমন কোনও নথি বিমান থেকে পাওয়া যায়নি। তবে তার কাছে রাশিয়ান এবং একটি ইসরায়েলি পরিচয়পত্র ছিল। রিপোর্ট অনুযায়ী, ফোনে তার একটি পাসপোর্টের আংশিক ছবি ছিল যেখানে তার নাম, জন্ম তারিখ এবং পাসপোর্ট নম্বর দেখানো হয়েছে, কিন্তু কোনো ছবি নেই।

এদিকে, ওই যাত্রী জেরায় জানিয়েছেন, তিনি কীভাবে কোপেনহেগেনে পৌঁছেছিলেন বা সেখানে তিনি কী করছেন তা তার মনে নেই। ওচিগাওয়া দাবি করেছেন, যে তিনি তিন দিন ধরে ঘুমাননি এবং বুঝতে পারছিলেন না কী ঘটছে। ওই যাত্রীর আরও দাবি, তার যুক্তরাষ্ট্রে আসার টিকিট থাকতে পারে। তবে তিনি নিশ্চিত নন।

কোপেনহেগেনে কীভাবে তিনি নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিলেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন। ওচিগাওয়া নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। বর্তমানে লস এঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে তিনি বন্দি রয়েছেন।