NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির অভিষেক ও পুণর্মিলনী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:২৬ পিএম

>
নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির অভিষেক ও পুণর্মিলনী

নিউইয়র্কে জ্যামাইকার আল আকসা পার্টি হলে ২ ডিসেম্বর শনিবার সন্ধায় অনুষ্ঠিত হলো নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি-এনবিসিএস’র নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক, বার্ষিক পারিবারিক পূণর্মিলন ও সাংস্কৃতিক পরিবেশনা।
এর আগে আশা হোমকেয়ার মিলনাতয়নে সোসাইটির বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ সালের কার্যকরি পরিষদ নির্বাচনের লক্ষে মোঃ মোমেন ভূঁইয়া, আজহার আলী খান ও সুজাউদ্দিন মোল্লাকে নিয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। কমিশন পরবর্তী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ নির্বাচন করে। নির্বাচিত কর্মকর্তা বৃন্দ হলেনঃ সভাপতিঃ ডা. নাফিসুর রহমান, সিনিয়ার সহ সভাপতিঃ মাহবুব কবির,সহ সভাপতিঃ ডা. রেজাউল কবির, সাধারণ সম্পদকঃ মোহাম্মদ এইচ আলম টিটু, যুগ্ম সম্পাদকঃ মোঃ শানু, সাংগঠনিক সম্পাদকঃ সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদকঃ আরিফ আহমেদ অর্ণব, সাহিত্য ও গণমাধ্যম সম্পাদকঃ মনজুর কাদের, অর্থ সম্পাদকঃ মোঃ শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদকঃ সাঈদা টি হাবীব, শিক্ষা সম্পাদকঃ সেলিনা শারমিন, প্রযুক্তি সম্পাদকঃ সাইফ খান এবং কার্যকরি সদস্য আশরাফুজ্জামান, আনোয়ার পারভেজ, রফিকুল ইসলাম, একেএম শামসুজ্জামান ও ফাতেমা খান।
এছাড়া ১০ সদস্য বিশিষ্ট পূণর্গঠিত উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেনঃ মোহাম্মদ মোমেন ভূঁইয়া, মোঃ টি রহমান, আওকাত হোসেন খান, আজহার আলী খান, মোঃ আবদুল্লাহ, সুজাউদ্দিন মোল্লা, হানিফ মজুমদার, ড. তাজুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান ও রীনা সাহা।
অনুষ্ঠান কনভেনর আশরাফুজ্জামানের স্বাগত বক্তব্যের পর বর্তমান ও নবনির্বাচিত কার্যকরি কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়। শপথ গ্রহণ করান সুজাউদ্দিন মোল্লা।
বক্তব্য রাখেন ড. মহসিন পাটোয়ারী, উপ কনসাল জেনারেল নাজমুল হাসান, মোহাম্মদ মোমেন ভূঁইয়া, মাহবুব কবির ও হানিফ মজুমদার।
সরকারি চাকরি থেকে সদ্য অবসরে যাওয়া সংগঠনের উপদেষ্টা আজহার আলী খানকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। ক্রেস্ট তুলে দেন মোহাম্মদ আবদুল্লাহ। আওকাত হোসেন খান নবীন সদস্যদের পরিচিতির আসর পরিচালনা করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এলমা, জিএম জুয়েল, আরিফ অর্ণব, শাহ মাহবুব ও বিন্দু কনা। আবৃত্তি করেন মোঃ শানু ও নৃত্য পরিবেশনায় শিশুশিল্পী লিওনা।