NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

'কূটনৈতিক শিষ্টাচার লংঘন করছেন বিদেশী রাষ্ট্রদূতরা'


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৬ এএম

'কূটনৈতিক শিষ্টাচার লংঘন করছেন বিদেশী রাষ্ট্রদূতরা'

ঢাকা : দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী কূটনীতিকদের সাথে রাজনৈতিক দল ও সংস্থার বৈঠক কূটনৈতিক শিষ্টাচারের লংঘন বলে মন্তব্য করেছেন পররাষ্টমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বারবার সতর্ক করার পরও এমনটি ঘটছে, যা দুঃখজনক। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। 

আগামী জাতীয় সংসদের নির্বাচনের আরও বছর দেড়েক বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর নানামুখী তৎপরতা। বেশ সরব বিদেশী কূটনীতিকরাও। সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা আলাপ আলোচনা করেছেন নির্বাচন কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। 

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়েই বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের এমন যোগাযোগে অসন্তুুষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, এদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নয়, বরং বিদেশী কূটনীতিকরা দু'দেশের সম্পর্ক উন্নয়নেই নিজেদের ব্যস্ত রাখবেন।   

বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করতেই পারে। যৌক্তিক হলে সরকার মেনেও নেবে। এ বিষয়ে বিদেশীদের হস্তক্ষেপ চাওয়া কাম্য নয় বলে মনে করেন তিনি।