NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচেও হারাল ভারত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচেও হারাল ভারত

ভারত আগেই সিরিজ জেতায় বেঙ্গালুরুর ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। আনুষ্ঠানিকতার ওই ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসব করছে ভারত। স্বাগতিকদের ১৬০ রান তাড়া করে ১৫৪ রান করেছে অস্ট্রেলিয়া।

 

 

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রেয়াস আয়ারের ২টি ছক্কা এবং ৫টি চারে সাজানো ৩৭ বলে ৫৩ রানের হাফসেঞ্চুরি, অক্ষর প্যাটেলের ২১ বলে ৩১ এবং জীতেশ শর্মার ১৬ বলে ২৪ রানের ছোট্ট ক্যামিওতে ১৫০ পেরিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে যে পাঁচজন বোলার বল করেছেন উইকেট পেয়েছেন তাদের সবাই। 

১৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। জশ ফিলিপ ৪, ট্রাভিস হেড ২৮ এবং অ্যারন হার্ডি আউট হন ৬ রান করে।

 
দলীয় স্কোর ১০০ পেরোনোর পর আউট হন টিম ডেভিড। খানিকটা পরে সাজঘরে ফেরেন ৫টি ছক্কায় ৩৬ বলে ৫৪ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করা বেন ম্যাকডারমটও। তখনো ভালোভাবে ম্যাচে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মুখেশ কুমার পরপর দুই বলে ২ উইকেট নিয়ে দারুণভভাবে ম্যাচ ফেরান ভারতকে।
 
 

 

শেষ দুই ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৭ রান। আর শেষ ছয় বলে দরকার ছিল ১০ রান। আর্শদীপ সিংয়ের করা ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে কোনো রানই নিতে পারেনি অস্ট্রেলিয়া। উল্টো ম্যাথু ওয়েডের মূল্যবান উইকেটটিও হারায় তারা। পরের তিন বলে আসে আর মাত্র ৩ রান।

 
জয় থেকে ছয় রান দূরে থাকতে ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।