খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৩৭ এএম
আটলান্টিক সিটি (নিউজার্সি) থেকে আকবর হোসাইন: গত ০৯ জুলাই, শনিবার যুক্তরাষ্ট্রের অন্যান্য ষ্টেটের মত নিউজার্সীর আটলান্টিক সিটিতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল ঈদুল আযহার নামাজের জামাত। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত “ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে। ঈদ জামাতে ইমামতি করেন মওলানা আব্দুর রহমান আল মাদানী। আটলান্টিক সিটির ১৬, সাউথ ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি ছিল কানায় কানায় পরিপূর্ন। নির্মানাধীন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো: ইকবাল হোসেনের শুভেচ্ছা বক্তব্য শেষে সকাল ৮:১৫ মিনিটে নামাজ শুরু হয় এবং ০৮:৪৫ খুতবা শেষ হয়।মওলানা আব্দুর রহমান আল মাদানী তার খুতবায় ঈদুল আযহার নামাজের তাৎপর্য এবং বর্তমান মুসলিম বিশ্বে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মুসলমানদের কাজ করার উপর গুরুত্বারোপ করেন। মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষভাবে মোনাজাত করা হয়। আটলান্টিক সিটি ইসলামিক সেন্টার ছাড়াও মসজিদ আল হেরা, মসজিদ আল তাকওয়া , মসজিদ মোহাম্মদ এবং মসজিদ দারুস সালামের উদ্দ্যোগে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।মুসলমানদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসবকে ঘিরে গত এক সপ্তাহ ধরে আটলান্টিক সিটি ছিল ঈদ আনন্দে মুখরিত। গত দুই বছরে প্রানঘাতী করোনার কারনে প্রবাসীরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার অনুষ্ঠান আনন্দের সাথে করতে নাা পারায় এবছর প্র্রবাসীদের প্রত্যাশা ছিল অনেক বেশী। আটলান্টিক সিটিতে মুষলধারে বৃষ্টি হওয়ার আবহাওয়া বার্তা থাকলেও সারাদিন ছিল হালকা বৃষ্টি। তাই যে সকল প্রবাসী ক্যাসিনোতে কাজ করেন না তারা সন্ধ্যার পর ঘুরে বেড়ান প্রবাসী বন্ধু-বান্ধব এবং আত্নীয় স্বজনদের বাসায়।সিটির বিভিন্ন গ্রোসারীর পাশাপাশি অধিকাংশ বাংলাাদেশী বিভিন্ন পশুর ফার্মে গিয়ে পশু জবাইয়ের মাধ্যমে ঈদুল আযহার ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
ঈদ উপলক্ষ্যে প্রবাসে বসবাসরত সকলকে ঈদে শুভেচছা জানান বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন, সাধারন সম্পাদক মোঃ শাহীন, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, সাধারন সম্পাদক সোহেল আহম্মেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউজার্সীী স্টেট সাউথ সভাপতি সৈয়দ এম কাউছার, সাধারন সম্পাদক এম এম রহমান বাবুল, সাউথজার্সী সন্দ্বীপ সোসাইটির সভাপতি এবিএম দুলাল, সাধারন সম্পাদক সেলিম সুলতান।জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সী সভাপতি আমিরুল ইসলাম টফি, সাধারন সম্পাদক সৈয়দ শহীদ। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সভাপতি আকবর হোসাইন, সাধারন সম্পাদক মীর হোসাইন, বাংলাদেশ লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি কনক রাউথ এবং সাধারন সম্পাদক আকবর হোসাইন।